বাংলা সাহিত্যের কবিগণের ছদ্মনাম যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় একটি হলেও প্রশ্ন এসে থাকে। তাই আমাদের এবারের আয়োজন গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের ছদ্মনাম এক সঙ্গে তুলে ধরা। নিম্নে টেবিলের মাধ্যমে দেখানো হলো।
কবি সাহিত্যিকের ছদ্মনাম |
||
নং | নাম | ছদ্মনাম |
১। | রবীন্দ্রনাথ ঠাকুর | ভানুসিংহ |
২। | মীর মোশাররফ হোসেন | গাজী মিয়া |
৩। | প্যারীচাঁদ মিত্র | টেকচাঁদ ঠাকুর |
৪। | কাজেম আল কোরায়েশী | কায়কোবাদ |
৫। | কালী প্রসন্ন সিংহ | হুতোম পেঁচা |
৬। | কালীকানন্দ | অবধুত |
৭। | চারুচন্দ্র মুখোপাধ্যায় | জরাসন্ধ |
৮। | নীহারঞ্জন গুপ্ত | বানভট্ট |
৯। | শেখ আজিজুর রহমান | শওকত ওসমান |
১০। | সুনীল গঙ্গোপাধ্যায় | নীল লোহিত |
১১। | অচিন্ত্যকুমার সেনগুপ্ত | নীহারিকা দেবী |
১২। | বিমল ঘোষ | মৌমাছি |
১৩। | বলাইচাঁদ মুখোপাধ্যায় | বনফুল |
১৪। | রাজশেখর বসু | পরশুরাম |
১৫। | সমরেশ বসু | কালকুট |
১৬। | ডঃ মনিরুজ্জামান | হায়াৎ মাহমুদ |
১৭। | মোহিত লাল মজুমদার | সত্যসুন্দর দাস |
১৮। | মধুসূদন মজুমদার | দৃষ্টিহীন |
১৯। | অনন্ত বড়ু | বড়– চন্ডীদাস |
২০। | প্রমথ চৌধুরী | বীরবল |
বাংলা সাহিত্যের কবিগণের উপাধি
HSC বাংলা সাহিত্য গল্প,কবিতা,উপন্যাস
নং | গল্প + কবিতার নাম | সাহিত্যিকদের নাম | লিঙ্ক |
---|---|---|---|
০১ | আমার পথ | কাজী নজরুল ইসলাম | Click |
০২ | বিড়াল | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | Click |
০৩ | চাষার দুক্ষু | বেগম রোকেয়া সাখাওয়াত | Click |
০৪ | বায়ান্নর দিনগুলো | শেখ মুজিবুর রহমান | Click |
০৫ | অপরিচিতা | রবীন্দ্রনাথ ঠাকুর | Click |
০৬ | মাসি-পিসি | মানিক বন্দ্যোপাধ্যায় | Click |
০৭ | জীবন ও বৃক্ষ | মোতাহের হোসেন চৌধুরী | Click |
০৮ | জাদুঘরে কেন যাব | আনিসুজ্জামান | Click |
০৯ | নেকলেস | গী দ্য মোপাসাঁ/ পূর্ণেন্দু দস্তিদার | Click |
১০ | রেইনকোট | আখতারুজ্জামান ইলিয়াস | Click |
১১ | আহ্বান | বিভূতিভূষণ বন্দোপাধ্যায় | Click |
১২ | মহাজাগতিক কিউরেটর | মুহম্মদ জাফর ইকবাল | Click |
১৩ | সাম্যবাদী | কাজী নজরুল ইসলাম | Click |
১৪ | ঐকতান | রবীন্দ্রনাথ ঠাকুর | Click |
১৫ | বিভীষণের প্রতি মেঘনাদ | মাইকেল মধূসুদন দত্ত | Click |
১৬ | নূরলদীনের কথা মনে পড়ে যায় | সৈয়দ শামসুল হক | Click |
১৭ | তাহারেই পড়ে মনে | সুফিয়া কামাল | Click |
১৮ | ফেব্রুয়ারি ১৯৬৯ | শামসুর রাহমান | Click |
১৯ | রক্তে আমার অনাদি অস্থি | দিলওয়ার খান | Click |
২০ | সেই অস্ত্র | আহসান হাবিব | Click |
২১ | আঠারো বছর বয়স | সুকান্ত ভট্টাচার্য | Click |
২২ | লোক লোকান্তর | মীর আবদুস শুকুর আল মাহমুদ | Click |
২৩ | এই পৃথিবীতে এক স্থান আছে | জীবনানন্দ দাশ | Click |
২৪ | আমি কিংবদন্তির কথা বলছি | আবু জাফর ওবায়দুল্লাহ | Click |
২৫ | লালসালু | সৈয়দ ওয়ালীউল্লাহ | Click |
২৬ | সিরাজউদ্দৌলা | সিকান্দার আবু জাফর | Click |
২৭ | বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | Click |
২৮ | বিদ্রােহী | কাজী নজরুল ইসলাম | Click |
২৯ | গৃহ | রোকেয়া সাখাওয়াত হোসেন | Click |
৩০ | মানব কল্যাণ- | আবুল ফজল | Click |