বাংলা বানান (MCQ) প্রশ্নোত্তর এই বানানগুলো যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বিশেষ প্রস্তুতি হিসাবে কাজে লাগবে। ইনশাআল্লাহ।
০১। ণ-ত্ব বিধান কি?
ক) দেশীয় শব্দের ঐতিহ্য সংশ্লিষ্ট নিয়ম
খ) বিদেশি শব্দের অভিজ্ঞতাজাত বিধান
গ) তৎসম শব্দের রীতি √
ঘ) বেদ নির্দেশিত রীতি
০২। ণ-ত্ব বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য?
ক) দেশি
খ) বিদেশি
গ) তৎসম/সংস্কৃত √
ঘ) তদ্ভব
০৩। ‘কণ্টক’ বানান কোন নিয়মে হয়?
ক) ণ-ত্ব বিধান √
খ) বর্ণবিধান
গ) ষ-ত্ব বিধান
ঘ) কোনোটিই নয়
০৪। কোনটি শুদ্ধ বানান?
ক) বণ্টণ
খ) বন্টন
গ) বণ্টন √
ঘ) বন্টণ
০৫। কোন বানানটি শুদ্ধ?
ক) ব্যকারন
খ) ব্যকারণ
গ) ব্যাকরণ √
ঘ) ব্যাকারন
০৬। কোন বানানটি শুদ্ধ?
ক) অগ্রহায়ন
খ) অগ্রহায়ণ √
গ) অগ্রাহণ
ঘ) আগ্রাহায়ণ
০৭। কোন বানানটি শুদ্ধ?
ক) রূপায়ন
খ) রুপায়ন
গ) রূপায়ণ √
ঘ) রুপায়ণ
০৮। ‘মাণিক্য’ শব্দে ‘ণ’ বসেছে ণ-ত্ব বিধানের কোন নিয়মে?
ক) ‘ম’ বর্ণের পরে ‘ণ’ হয়
খ) ‘ক’ বর্ণ এবং ‘ম’ বর্ণের মাঝে ‘ণ’ হয়
গ) ‘ক’ বর্ণের পূর্বে ‘ণ’ হয়
ঘ) স্বভাবতই ‘ণ’ হয় √
০৯। নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’ হয়েছে?
ক) বক্ষমাণ
খ) স্থাণু √
গ) পরিবহন
ঘ) উত্তরায়ন
১০। কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য-ণ হবে না?
ক) তৎসম
খ) বিদেশি √
গ) সংস্কৃত
ঘ) কোনটি নয়
১১। কোনটি শুদ্ধ বানান?
ক) তৃহায়ন
খ) তৃহায়ণ
গ) ত্রিহায়ন √
ঘ) ত্রিহায়ণ
১২। কোনটি শুদ্ধ বানান?
ক) শুণ্য
খ) পুণ্য √
গ) গুণ্য
ঘ) মাণ্য
১৩। কোনটি শুদ্ধ বানান?
ক) গৃহিনী √
খ) গৃহীনী
গ) গৃহিনি
ঘ) গৃহিণী
১৪। কোনটি শুদ্ধ?
ক) সৌজন্যতা
খ) সৌজন্নতা
গ) সৌজন্য √
ঘ) সৌজন্যাতা
১৫। কোন বানানটি শুদ্ধ?
ক) সুদণ
খ) সূদন √
গ) শুদন
ঘ) শূদণ
১৬। বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের কোনটি শুদ্ধ?
ক) গভর্ণর
খ) গভর্নর √
গ) গবর্ণর
ঘ) ত্রিহায়ণ
১৭। কখন ‘ন’ হয় না?
ক) ক বর্গের আগে
খ) ট বর্গের আগে √
গ) ত বর্গের আগে
ঘ) ব বর্গের আগে
১৮। কোনটি বানানে ণ-ত্ব বিধান পালিত হয়নি?
ক) কোরান √
খ) শ্রবণ
গ) বেণী
ঘ) গণ
১৯। কোনটি শুদ্ধ বানান?
ক) গননা
খ) গনণা
গ) গণণা
ঘ) গণনা √
২০। খাঁটি বাংলা শব্দের নিচের কোনটি যুক্ত হয় না?
ক) স
খ) ষ
গ) ণ √
ঘ) ন
২১। সঠিক বানান কোনটি?
ক) ক্ষিয়মান
খ) খিয়মান
গ) খীয়মান
ঘ) কোনোটিই নয় √
২২। ণ-ত ¡বিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ?
ক) পুরণো √
খ) নিরূপণ
গ) গ্রহণ
ঘ) রূপায়ণ
২৩। কোন বানানটি শুদ্ধ?
ক) চানক্য
খ) চাণক্য √
গ) চানোক্য
ঘ) চাণোক্য
২৪। নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
ক) কর্নেল
খ) চক্ষুষ্মান
গ) খ্রিস্টাব্দ
ঘ) বিপণী √
২৫। নিচের কো বানানে মূর্ধন্য ‘ণ’ -এর ব্যবহার হয়েছে?
ক) মহ্যাহ্ন
খ) বিপন্ন
গ) তৃষ্ণা √
ঘ) রতœ
২৬। ণ-ত্ব বিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ?
ক) অপরাহ্ণ
খ) রুগ্ন
গ) পরিবহন
ঘ) অপরাহ্ন √
২৭। নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
ক) কষ্ট
খ) উপনিষৎ
গ) কল্যাণীয়েষু
ঘ) আষাঢ় √
২৮। স্বভাবতই মূর্ধন্য ষ হয়Ñ এমন উদাহরণ কোনটি?
ক) কৃষক
খ) বর্ষা
গ) ঔষধ √
ঘ) কাষ্ট
২৯। নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য-ষ হয়েছে?
ক) কৃষ্ণ
খ) কল্যাণীয়েষু
গ) ভাষ্য √
ঘ) অভিষেক
৩০। কোনটি শুদ্ধ বানান?
ক) দূষণ √
খ) দুষণ
গ) দুশন
ঘ) দুশন
৩১। কোন শব্দটির বানান সঠিক?
ক) দোষণীয়
খ) দূষণীয় √
গ) দূষনিয়
ঘ) দোষনীয়
৩২। শুদ্ধ বানানটি হচ্ছেÑ
ক) নিসুতী
খ) নিসুতি
গ) নিষুতী
ঘ) নিষুতি √
৩৩। ষ-ত্ব বিধানের ব্যতিক্রম কোনটি?
ক) ভাষা
খ) অফিস √
গ) সুষ্ঠু
ঘ) দুষ্কর
৩৩। কোনটি শুদ্ধ বানান?
ক) কৃষিজিবি
খ) কৃষিজীবি
গ) কৃষীজিবি
ঘ) কৃষিজীবী √
৩৪। কোনটি শুদ্ধ বানান?
ক) শশিভুসন
খ) শশিভূষণ √
গ) শসিভূষন
ঘ) শশিভুসণ
৩৫। কোনটি শুদ্ধ বানান?
ক) দুস্প্রাপ্য
খ) দূস্প্রাপ্য
গ) দূষ্প্রাপ্য
ঘ) দুষ্প্রাপ্য √
৩৬। অশুদ্ধ শব্দ কোনটি?
ক) প্রত্যুষ √
খ) বীণাপাণি
গ) মূঢ়
ঘ) চরিত্র
৩৭। শুদ্ধ বানান বিশিষ্ট শব্দ কোনটি?
ক) আশির্বাদ
খ) ভবিষ্যৎ √
গ) দীর্ঘজীবি
ঘ) পিপিলীকা
৩৮। নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
ক) সমীচীন
খ) সান্ত্বনা
গ) মুমূর্ষু
ঘ) ফটোষ্ট্যাট √
৩৯। নিচের কোন বানানটি শুদ্ধ ?
ক) চক্ষস্মান
খ) চক্ষুষ্মান √
গ) চক্ষুশ্মান
ঘ) চক্ষুষ্মাণ
৪০। সঠিক বানান কোনটি?
ক) সুষম √
খ) সুসম
গ) সুশম
ঘ) সূসম
৪১। শুদ্ধ বানান কোনটি?
ক) আকৃষ্ঠ
খ) আকৃষ্ট √
গ) আকৃস্ট
ঘ) অকৃস্ট
৪২। কোন শব্দটি বিসর্গযুক্ত ই-ধ্বনি সন্ধির ফলে মুর্ধন্য-ষ হয়েছে?
ক) পুষ্কক
খ) পরিষ্কার √
গ) পুষ্ট
ঘ) বর্ষীয়সী
৪৩। কোন বানানটি শুদ্ধ?
ক) পাষাণ
খ) পাষান
গ) পাসান
ঘ) পাশান
৪৪। শুদ্ধ বানান কোনটি?
(ক) পরজিবী
(খ) সহযোগীতা
(গ) তৃর্নভোজী
(ঘ) বুদ্ধিজীবী √
৪৫। নিচের কোন বানানটি শুদ্ধ?
(ক) সৌজন্যতা
(খ) প্রতিযোগিতা √
(গ) মিতালী
(ঘ) সহযোগীতা
৪৬। নিচের কোন বানানটি বৈয়াকরণিক দিক থেকে যথাযথ?
(ক) বিচিত্র্য
(খ) বৈচিত্র্যতা
(গ) বৈচিত্র
(ঘ) বৈচিত্র্য √
৪৭। নিচের কোন বানানটি সঠিক?
(ক) ইতমধ্যে
(খ) সমীচিন
(গ) পুরষ্কার
(ঘ) পোশাক √
৪৮। নিচের কোন শব্দটি নির্ভুল?
(ক) উপযুক্ত
(খ) উপরুক্ত
(গ) সুন্দরক্ত
(ঘ) সৌন্দর্য √
৪৯। কোনটি ভুল প্রয়োগ নয়?
(ক) মরনোত্তর √
(খ) স্বাধীনতাত্তর
(গ) ভৌগলিক
(ঘ) কোনটি নয়
৫০। কোন বানানটি শুদ্ধ নয়?
(ক) দুষপ্রাপ্য
(খ) ¯েœহাস্পদ
(গ) নিষ্পতি
(ঘ) পরজিবী √
৫১। কোনটি শুদ্ধ বানান?
(ক) শ্রদ্ধাঞ্জলী
(খ) দারিদ্রতা
(গ) পরিষ্কার √
(ঘ) আবিস্কার
৫২। নিচের কোন শব্দটি শুদ্ধ ?
(ক) মহাপৃথিবী √
(খ) বুদ্ধিজীবি
(গ) মুহুমহু
(ঘ) বধু
৫৩। নিচের কোন বানানটি অশুদ্ধ ?
(ক) গনিত
(খ) হর্ন
(গ) আকাংখা √
(ঘ) প্রতিযোগিতা
৫৪। শুদ্ধ বানান কোনটি?
(ক) মুহুমহু
(খ) মুহুর্মুহু √
(গ) মূহর্মূহু
(ঘ) মুর্হমুঙ্গ
৫৫। ভুল বানানগুচ্ছ কোনটি?
(ক) শ্রেণি,আবিষ্কার
(খ) সর্বজনীন, বন্দোপাধ্যায়
(গ) গড্ডালিকা, বধু √
(ঘ) নিরোগ, শান্ত
৫৬। কোন শব্দটি শুদ্ধ?
(ক) দারিদ্রতা
(খ) বুৎপত্তি √
(গ) উৎকর্ষতা
(ঘ) অগ্নুৎপাত
৫৭। কোনটি শুদ্ধ?
(ক) ন্যূনতম √
(খ) নূন্যতম
(গ) নুন্যতম
(ঘ) নুন্যতম
৫৮। কোনটি শুদ্ধ বানান?
(ক) জীবন সঙ্গিনী
(খ) জীবন-সঙ্গিনী √
(গ) জীবন সঙ্গীনী
(ঘ) জীবন সঙ্গিণী
৫৯। কোনটি শুদ্ধ?
(ক) সখ্যতা
(খ) নম্রতা √
(গ) সামঞ্জস্যতা
(ঘ) বাহুল্যতা
৬০। কোনটি শুদ্ধ ?
(ক) গীতাঞ্জলী
(খ) গিতাঞ্জলি
(গ) গীতাঞ্জলি √
(ঘ) গীতঞ্জলি
৬১। কোন বানানটি শুদ্ধ?
(ক) স্বস্ত্রীক
(খ) সত্তা √
(গ) স্বায়ত্য
(ঘ) সত্ত্বা
৬২। কোনটি শুদ্ধ বানান?
(ক) বিকরন
(খ) বিকীরণ √
(গ) বিকিরন
(ঘ) বীকীরন
৬৩। ভুল বানান কোনটি?
(ক) দ্বন্দ্ব
(খ) আসক্তি
(গ) সমীচিন √
(ঘ) কোনটি নয়
৬৪। নিচের কোন বানানটি শুদ্ধ?
(ক) বুদ্ধজীবি
(খ) বুদ্ধিজীবী √
(গ) বুদ্ধিজিবি
(ঘ) বুদ্ধিজিবী
৬৫। কোন বানানটি সঠিক?
(ক) আকাঙ্খা
(খ) পিপীলিকা √
(গ) মরুভমি
(ঘ) আকাঙ্কা
৬৬। কোনটি শুদ্ধ নয়?
(ক) ভীষণ
(খ) ভুষন √
(গ) আসন
(ঘ) অনশন
৬৭। কোন বানানটি শুদ্ধ নয় ?
(ক) আবিষ্কার
(খ) পরিষ্কার
(গ) বহিষ্কার
(ঘ) নমষ্কার
৬৮। কোন বানানটি শুদ্ধ?
(ক) অনূরয়
(খ) অনুনয় √
(গ) অণূনয়
(ঘ) অনুণয়
৬৯। কোন বানানটি শুদ্ধ?
(ক) ন্যূনতম √
(খ) মুমূর্ষ
(গ) মূধর্ন্য
(ঘ) চাহন
৭০। কোনটি শুদ্ধ বানান?
ক) আনুষঙ্গিক √
খ) আনুসঙ্গিক
গ) অনুষঙ্গিক
ঘ) আনূষঙ্গিক
HSC বাংলা সাহিত্য গল্প,কবিতা,উপন্যাস
নং গল্প + কবিতার নাম সাহিত্যিকদের নাম লিঙ্ক
০১ আমার পথ কাজী নজরুল ইসলাম Click
০২ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় Click
০৩ চাষার দুক্ষু বেগম রোকেয়া সাখাওয়াত Click
০৪ বায়ান্নর দিনগুলো শেখ মুজিবুর রহমান Click
০৫ অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর Click
০৬ মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় Click
০৭ জীবন ও বৃক্ষ মোতাহের হোসেন চৌধুরী Click
০৮ জাদুঘরে কেন যাব আনিসুজ্জামান Click
০৯ নেকলেস গী দ্য মোপাসাঁ/ পূর্ণেন্দু দস্তিদার Click
১০ রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস Click
১১ আহ্বান বিভূতিভূষণ বন্দোপাধ্যায় Click
১২ মহাজাগতিক কিউরেটর মুহম্মদ জাফর ইকবাল Click
১৩ সাম্যবাদী কাজী নজরুল ইসলাম Click
১৪ ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুর Click
১৫ বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধূসুদন দত্ত Click
১৬ নূরলদীনের কথা মনে পড়ে যায় সৈয়দ শামসুল হক Click
১৭ তাহারেই পড়ে মনে সুফিয়া কামাল Click
১৮ ফেব্রুয়ারি ১৯৬৯ শামসুর রাহমান Click
১৯ রক্তে আমার অনাদি অস্থি দিলওয়ার খান Click
২০ সেই অস্ত্র আহসান হাবিব Click
২১ আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য Click
২২ লোক লোকান্তর মীর আবদুস শুকুর আল মাহমুদ Click
২৩ এই পৃথিবীতে এক স্থান আছে জীবনানন্দ দাশ Click
২৪ আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ Click
২৫ লালসালু সৈয়দ ওয়ালীউল্লাহ Click
২৬ সিরাজউদ্দৌলা সিকান্দার আবু জাফর Click
২৭ বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় Click
২৮ বিদ্রােহী কাজী নজরুল ইসলাম Click
২৯ গৃহ রোকেয়া সাখাওয়াত হোসেন Click
৩০ মানব কল্যাণ- আবুল ফজল Click