Thursday, March 28, 2024
Homeইউনিটিমুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য চলচ্চিত্র, উপন্যাস, গ্রন্থ

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য চলচ্চিত্র, উপন্যাস, গ্রন্থ

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য চলচ্চিত্র, উপন্যাস, গ্রন্থ

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য চলচ্চিত্র, উপন্যাস, গ্রন্থ আমরা এক সাথে উল্লেখ করেছি। পরীক্ষায় আসার মতো করেই আমরা চিন্তা করে গুরুত্বপূর্নগুলো তুলে ধরা হলো।

চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ
ওরা ১১ জন (১৯৭২) চাষী নজরুল ইসলাম
রক্তাক্ত বাংলা (১৯৭২) মমতাজ আলী
বাঘা বাঙালি (১৯৭২) আনন্দ
অরুণাদয়ের অগ্নিসাক্ষী (১৯৭২) সুভাষদত্ত
আবার তোরা মানুষ হ (১৯৭৩) খান আতাউর রহমান
ধীরে বহে মেঘনা (১৯৭৩) আলমগীর কবির
আলোর মিছিল (১৯৭৪) নারায়ণ ঘোষ মিতা
কলমিলতা (১৯৮১) শহীদুল হক খান
মেঘের অনেক রঙ (১৯৭৬) হারুন অর রশিদ
সংগ্রাম (১৯৭৪) চাষী নজরুল ইসলাম
আগুনের পরশমনি (১৯৯৪) হুমায়ূন আহমেদ
রূপালি সৈকত (১৯৭৯) আলমগীর কবির
হাঙ্গর নদী গ্রেনেড (১৯৯৭) চাষী নজরুল ইসলাম
অস্তিত্বে আমার দেশ খিজির হায়াত
গেরিলা (২০১১) নাসিরুদ্দীন ইউসুফ বাচ্চু

 

মুক্তিযুদ্ধ ভিত্তিক কতিপয় গ্রন্থ

গ্রন্থ রচয়িতা
অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা মেজর আব্দুল জলিল
সেইসব দিন, ঢাকার কথা মুনতাসির মামুন
আমার একাত্তর আনিসুজ্জামান
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম গাজীউল হক
আমি বিজয় দেখেছি, ’৭১ এর বর্ণমালা, বিজয়’৭১ এম আর আক্তার মুকুল
মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলন হাসান হাফিজুর রহমান
২৬৬ দিনের স্বাধীনতা মোঃ নুরুল কাদির
স্মৃতি শহর শামসুর রহমান
দ্য রেইপ অব বাংলাদেশ এন্থনী মাসকারেনহাস
আমি বীরঙ্গনা বলছি নীলিমা ইব্রাহিম
ইতিহাস কথা বলে সৈয়দ নূর আহমেদ
ফেরারী সূর্য রাবেয়া খাতুন
একাত্তরের কথামালা বেগম নূর জাহান
আমার কিছু কথা শেখ মুজিবুর রহমান
বাংলাদেশ কথা কয় আব্দুল গাফ্ফার চৌধুরী
বাংলাদেশ ও রক্তের ঋণ এ্যান্থনী মাস কারেণহাস
দ্য লিবারেশন অব বাংলাদেশ মেজর সুখওয়ান্ত সিং
একাত্তরের দিনগুলি জাহানারা ইমাম
একাত্তরের ডায়েরী সুফিয়া কামাল
বাতাসে বারুদ রক্ত উল্লাস জুবাইদা গুলশান আরা
মুক্তিযুদ্ধের ইতিহাস মেজর রফিকুুল ইসলাম
ডেড রেকনিং শর্মিলা বসু
একাত্তরের স্মৃতি ড. সৈয়দ সাজ্জাদ হোসেন
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প আমিরুল ইসলাম
একাত্তরের গেরিলা ড. জহিরুল ইসলাম

 

মুক্তিযুদ্ধ ভিত্তিক কতিপয় উপন্যাস
উপন্যাস রচিয়তা
নীল দংশন, নিষিদ্ধ লোবান সৈয়দ শামছুল হক
আরেক ফাল্গুন (ভাষা আন্দোলন ভিত্তিক) জহির রায়হান
শ্যামলা ছায়া, নির্বাসন, সৌরভ, আগুনের পরশমণি হুমায়ূন আহমেদ
মাত্রা, উত্তরের ক্ষেপ শওকত আলী
জাহান্নাম হতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, জন্ম যদি হত বঙ্গে শওকত আলী
হাঙ্গর নদী গ্রেনেড, নিরন্তন, ঘন্টাধ্বনি কাটাতারের প্রজাপতি সেলিনা হোসেন
২৬৬ দিনের স্বাধীনতা মোঃ নজরুল কাদির
স্মৃতি শহর শামসুর রাহমান
আমি বীরঙ্গনা বলছি নীলিমা ইব্রাহিম
ইতিহাস কথা বলে সৈয়দ নূর আহমেদ
ফেরারী সূর্য রাবেয়া খাতুন
একাত্তরের কথামালা বেগম নূর জাহান

 

মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র
চলচ্চিত্র সাল পরিচালক
Innocent millions ১৯৭১ বাবুল চৌধুরী
ডেটলাইন বাংলাদেশ ১৯৭১ গীতা মোহতা
Liberation fighters ১৯৭১ আলমগীর কবির
Stop genocide ১৯৭১ জহির রায়হান
A State in Born ১৯৭১ জহির রায়হান
মুক্তির গান ১৯৯৫ তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ
মুক্তির কথা ১৯৯৫ তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ
স্মৃতি ৭১ ১৯৯১ তানভীর মোকাম্মেল
Spread the love
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments