Thursday, March 28, 2024
HomeBCSসুফিয়া কামাল

সুফিয়া কামাল

সুফিয়া কামাল

কবি পরিচিতি



নাম:   সুফিয়া কামাল।

জন্মতারিখ       :   ২০ জুন, ১৯১১ খ্রিস্টাব্দ

জন্মস্থান         :   শায়েস্তাবাদ, বরিশাল।

পিতার নাম      :    সৈয়দ আবদুল বারী।

মাতার নাম      :    নওয়াবজাদী  সৈয়দা সাবেরা খাতুন।

শিক্ষাজীবন=    অনানুষ্ঠানিক ও স্বশিক্ষায় শিক্ষিত।

পেশা/কর্মজীবন কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা। পরবর্তীতে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনে ব্রতী হন।

সাহিত্যকর্ম     কাহিনী কাব্য   :     সাঁঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, মন ও জীবন, প্রশস্তি ও প্রার্থনা।

গল্প                 :     কেয়ার কাঁটা।

ভ্রমণকাহিনী    :     সোভিয়েতের দিনগুলি।

স্মৃতিকথা       :     একাত্তরের ডায়েরী।

শিশুতোষ গ্রন্থ  :     ইতল বিতল, নওল কিশোরের দরবারে।

পুরস্কার ও সম্মাননা=   বুলবুল ললিতকলা একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, নাসিরউদ্দীন স্বর্ণপদক, মুক্তধারা সাহিত্য পুরস্কার।

জীবনাবসান    মৃত্যু তারিখ     :     ২০ নভেম্বর, ১৯৯৯ খ্রিস্টাব্দ।


কবি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

  1. সুফিয়া কামালের প্রথম বিয়ে হয়-মামাত ভাই সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে ১৯২৩ সালে।
  2. তখন তিনি পরিচিত হন-সুফিয়া এস. হোসেন নামে।
  3. তাঁকে বলা হয় জননী সাহসিকা।
  4. সুফিয়ার স্বামী সৈয়দ নেহাল মৃত্যুবরণ করেন-১৯৩২ সালে যক্ষা রোগে।
  5. তাঁর দ্বিতীয়বার বিবাহ হয়-১৯৩৯ সালে চট্টগ্রাম নিবাসী লেখক কামাল উদ্দীন আহমেদের সঙ্গে। এরপর তিন„সুফিয়া কামাল নাম গ্রহণ করেন।
  6. সুফিয়া কামাল সম্পাদক ছিলেন-বেগম পত্রিকা (১৯৪৭)।
  7. তিনি মহিলা সংগঠন প্রতিষ্ঠা ও নেতৃত্ব দেন-মহিলা সংগ্রাম পরিষদ (১৯৬৯)। আজ এর নাম বাংলাদেশ মহিলা পরিষদ।
  8. তিনি যে ধরনের কবি-রবীন্দ্র কাব্যধারার গীতিকবিতা রচিয়তা।
  9. তিনি পুরস্কার লাভ করেন- বাংলা একাডেমি পুরস্কার(১৯৬২),লেনিন পুরস্কার, রাশিয়া (১৯৭০), একুশে পদক (১৯৭৬), বেগম রোকেয়া পদক (১৯৯৬),স্বাধীনতা পুরস্কার (১৯৯৭) ইত্যাদি।
Spread the love
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments