Thursday, March 28, 2024
HomeBCSBase Of Administration Cadre

Base Of Administration Cadre

শুধুমাত্র Administration Cadre প্রত্যাশীদের জন্য।

Base Of Administration Cadre এর Important কিছু Information তুলে ধরা হলো যা প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা-তে সহায়ক হবে।


Hello বন্ধুরা, আমাদের প্রত্যেক এর মধ্যে ক্ষমতা (Power) পাওয়ার ইচ্ছা, আকাঙ্ক্ষার প্রবনতা অনেক বেশি। যার ফলে নিজের ব্যক্তিত্ত্ব সুন্দর ভাবে ফুটে উঠাতে, দুর্নীতি মুক্ত দেশ গড়তে এবং দেশের প্রতি দায়িত্বশীলতার প্রকাশ করার অন্যতম মাধ্যম এই Administration Cadre. একজন Executive Magistrate কে মোটামুটি ভাবে সমাজ, রাষ্ট্র এবং দেশকে সুন্দর ভাবে গড়তে দুর্নীতি মুক্ত করতে প্রায় সিংহভাগ ক্ষমতা (Power) দেওয়া হয়। যা Foreign, Police, Health এবং আরও Premier Cadre দেরও দেওয়া হয় না।এমনকি Judicial Magistrate কেও দেওয়া হয় না। আর এই ম্যাজিস্ট্রেসি Power এর জন্য Administration Cadre এর প্রতি প্রত্যেক প্রত্যাশীদের Weekness দেখা যায় বেশি।

সুতরাং আপনারা যারা আমাদের Website টি Visit করছেন তাদের অধিকাংশই  (BCS) Admin Cadre এ বেশি আগ্রহী। আর হ্যাঁ এই পোষ্টটি আপনার জন্যই। আমরা সকলে জানি যে Admin Cadre অথবা যে কোন Cadre পেতে হলে Preliminary, Written & Viva অতিক্রম করতে হয় তাই আজকের যে Information গুলো দেওয়া হয়েছে সেগুলো এই তিনটি ধাপেরই অংশ।শুধু মাত্র Preliminary, Written & Viva নয় এই বিষয়গুলো প্রত্যেক Admin প্রত্যাশীতদের জানা আবশ্যিক। আপনাদের কর্মস্থলের জন্যও এই বিষয়গুলো জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাড়াবে। আর তাই আজকের বিষয়াবলিতে গুরুতা্পূর্ণ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র Topics তুলে ধরা হলো Base Of Administration Cadre এই পোষ্টে।


¤¤ ক্যাডার বলতে কী বোঝায়?

→ ক্যাডার বলতে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের নিয়ে গঠিত ক্ষুদ্র দলকে বোঝায়।

¤¤ প্রশাসন কী বা কাকে বলে?

→ প্রশাসন বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে সামগ্রিক জনগনের সাথে সংশ্লিষ্ট কার্যাদির সুষ্টু ব্যবস্থা করা হয়।

¤¤ প্রশাসনের শাখা বলতে কী বোঝায়?

→ মন্ত্রণালয় বা বিভাগের মূল কার্য সম্প্রদানকারী একককে বোঝায়।

¤¤ কোন ক্যাডারকে Dynamic Cadre বলা হয়?

→ প্রশাসন ক্যাডারকে Dynamic Cadre বলা হয়।

¤¤ কেনো প্রশাসন ক্যাডারকে Dynamic Cadre বলা হয়?

→ প্রশাসন ক্যাডার থেকে অন্যান্য ক্যাডারে প্রেষণে যাওয়ার সুয়োগ রয়েছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি প্রণয়নে মূখ্য ভুমিকা রাখা যায়। প্রত্যক্ষ ভাবে জনগনের সাথে কাজ করা যায় বলে জনসেবার সুযোগ থাকে এবং অন্যান্য ক্যাডারের তুলনায় মর্যাদা ও পদন্নোতি বেশি বলে প্রশাসন ক্যাডারকে Dynamic Cadre বলা হয়।

¤¤ প্রশাসনের মূল শাখা কয়টি?

→ দুই টি

  • ক) কেন্দ্রিয় প্রশাসন
  • খ) মাঠ প্রশাসন

¤¤ কেন্দ্রিয় প্রশাসনের কাজ কী?

→ কেন্দ্রিয় প্রশাসনের কাজ নীতিমালা তৈরি করা, আইন প্রণয়ন ও তদারকি-পর্যাবেক্ষণ।

¤¤ কেন্দ্রিয় প্রশাসনের কয়টি অংশ?

→  ৪টি অংশ

  • 1) সচিবলয়
  • 2) মন্ত্রণালয়
  • 3) অধিদপ্তর
  • 4) পরিদপ্তর

¤¤ মাঠ প্রশাসনের কাজ কী?

→ আইন নীতিমালা বাস্তবায়ন, তদারকি-পর্যাবেক্ষণ।

¤¤ মাঠ প্রশাসনের কয়টি অংশ রয়েছে?

→ 3টি অংশ রয়েছে।

  • 1) বিভাগীয়
  • 2) জেলা
  • 3) উপজেলা

সচিবালয়ঃ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় অফিসকে সচিবালয় বলে। সচিবালয়ের অধীন মন্ত্রণালয়ের সম্বন্বয়ের জন্য পৃথক যে ইউনিট আছে তাকে মন্ত্রিপরিষদ বলা হয়।

¤¤ বাংলাদেশে সচিবালয় কয়টি?

→  মোট ৫টি:

  • 1 রাষ্ট্রপতি সচিবালয়
  • 2 কর্মকমিশন সচিাবলয়
  • 3 নিবার্চন কমিশন সচিবালয়
  • 4 জাতীয় সংসদ সচিবালয়
  • 5 বাংলাদেশ সচিবালয়

মন্ত্রণালয়: সচিবালয়ের অধীনে একটি প্রশাসনিক ইউনিট হলো মন্ত্রণালয় যার নিবার্হী মন্ত্রী এবং প্রশাসনিক প্রধান সচিব।

অধিদপ্তর: মন্ত্রণালয়ের অধীনে এক বা একাধিক দপ্তরকে অধিদপ্তর বলে।

পরিদপ্তর: অধিদপ্তরের অধীনে এক বা একাধিক দপ্তরকে পরিদপ্তর বলে।

কর্পোরেশন: কর্পোরেশনের প্রধানকে বলা হয় চেয়ারম্যান। যিনি সরকারের অতিরিক্ত সচিবের মর্যাদা সম্পন্ন হয়ে থাকেন। সাধারণত কর্পোরেশনগুলো বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হয়।

বিভাগীয় প্রশাসন: প্রধান বিভাগীয় কমিশনার যুগ্ম সচিবের মর্যাদাসম্পন্ন। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে তিনি বিভাগের প্রধান প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তিনি জেলা প্রশাসকের তত্ত্বাবধায়ন করেন এবং জেলা প্রশাসকদের বদলী করাতে পারেন।

জেলা প্রশাসন: প্রধান জেলা প্রশাসক। তাঁকে কেন্দ্র করে জেলার সব কাজ পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন: প্রধান উপজেলা নিবার্হী অফিসার। তিনি উপজেলা কোষাগারের রক্ষক।

¤¤ প্রশাসন ক্যাডারে নিয়োগ পেলে কোন ক্যাডারে নিযুক্ত হবেন?

→ মাঠ প্রশাসনে সহকারী কমিশনার অথবা সচিবলয়ে সহকারী সচিব হিসেবে।

¤¤ মাঠ পর্যায়ে প্রশাসনের সর্ব্বোচ্চ ও সর্বনিম্ন পদ কী?

→ বিভাগীয় কমিশনার ও সহকারী কমিশনার।

¤¤ কোন উপজেলায় AC Land  না থাকলে কে তার দায়িত্ব পালন করেন?

→ UNO.

¤¤ সহকারি কমিশনারগণ কার অধীনে দায়িত্ব পালন করেন?

→ জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসকের স্ট্যাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে।

¤¤ উপজেরা প্রশাসনিক প্রধান কে?

→ UNO. (Base Of Administration Cadre)

¤¤ ম্যাজিস্ট্রেট (Magistrate )কাকে বলে?

→ 1987 সালে প্রণীত General Clauses Act-1897 অনুসারে যিনি ফৌজদারি আইন প্রয়োগ করে বিচার কার্য পরিচালনা করেন তাকে Magistrate বলে।

¤¤ ম্যাজিস্ট্রেট কয় ধরনের হয়ে থাকে?

→ 2007 সালের 1 নভেম্বর মাজদার হোসেন মামলার রায়ের কার্যকর হওয়ার পর থেকে দুই ধরনের ম্যাজিস্ট্রেট রয়েছে।

  • Magistrate or Executive Magistrate
  • Judicial Magistrate
  1. Executive Magistrate দেরকে বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়ে থাকে, যারা প্রশাসনিক ভাবে জেলা, উপজেলার বা সরকারি নির্দেশনা অনুযায়ী কার্যক্রম করে থাকে।
  2. Judicial Magistrate দেরকে BJS  পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়ে থাকে যাদের মূল কাজ বিচার কার্য পরিচালনা করা এবং Executive Magistrate মতো অন্যান্য কাজে ক্ষমতা প্রয়োগ করতে পারে না।

¤¤ যারা BJS পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়ে থাকেন তারা মূলত ৬ ধরনের ম্যাজিস্ট্রেট হয়ে থাকেন।

  1. মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
  2. চিপ ম্যাজিস্ট্রেট
  3. অতিরিক্ত চিপ ম্যাজিস্ট্রেট
  4. চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
  5. অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
  6. জুডিশিয়াল ম্যাজিস্ট্রে

উপরের Magistrate এর সংজ্ঞা অনুযায়ী একজন Executive Magistrate ফৌজদারি আইন প্রয়োগ করে সকল ধরনের বিচার কার্যক্রম সম্পন্ন করে থাকেন। তাই আসুন ফৌজদারি আইন নিয়ে কিছু ধারনা নেওয়া যাক।

¤¤ ফৌজদারি (Criminal Case) অর্থ কী?

→ দন্ডনীয় বা দন্ডসংক্রান্ত।

¤¤ ফৌজদারি আইন কাকে বলে?

→ ফৌজদারি আইন অপরাধ দমন ও অপরাধ উদঘাটন, অপরাধীদের বিচার এবং তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে সন্দেহাতীত ভাবে প্রমাণিত অপরাধীদের প্রদত্ত শাস্তি বা দণ্ডের পরিমান সম্পর্কিত আইন বিধান।

¤¤ ফৌজদারি কার্যবিধি কী?

→ ফৌজদারি কর্মবিধির মধ্যে অপরাধীদের খুঁজে বের করা, বিচারের জন্য আদালতে সোপার্দ করা, তল্লাসি পরিচালনা, পন্য-দব্য তল্লাশি করা, অভিযুক্ত ও সাক্ষীদের প্রতি সমন জারি করা, অন্যায় ভাবে আটককৃত ব্যক্তিকে শনাক্ত করা, বে-আইনি সমাবেশ বাধা প্রদান করা, মামলার দ্রুত বা সংক্ষিপ্ত করা, সাক্ষ সংক্রান্ত বিশেষ বিধান, মুচলেকা, সম্পত্তি বিক্রয়, আদালতের অভিমত প্রকাশের পদ্ধতি, হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা ইত্যাদির ন্যায় বিবিধ ফৌজদারি কার্যাবিধির অর্ন্তভূক্ত।

¤¤ ফৌজদারি দন্ডবিধি কী?
→ যে সব আইন নির্দিষ্ট ধরনের আচারণের পর্যায়ে বিশেষ কিছু কার্য সম্পাদন ও পরিহার করাকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং এজন্য শাস্তির বিধান করেছে, সেসব আইনকে দন্ডবিধি বলা হয়।

¤¤ বর্তমানে কিছু ফৌজদারি দন্ডবিধি চালু আছেঃ তা Base Of Administration Cadre পোষ্ট এর মাধ্যমে তুলে ধরা হলো।

  1. দন্ডবিধি ১৮৬০
  2. গবাদি পশুর অনধিকার প্রবেশ আইন ১৮৭১
  3. অস্ত্র আইন ১৯৭৮
  4. বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮
  5. দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭
  6. দুর্নীতি দমন আইন ১৯৫৭
  7. বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪
  8. যৌতুক নিরোধ আইন ১৯৮০
  9. মাদক নিয়ন্ত্রণ আইন ১৯৯০
  10. নারী ও শিশু নির্যাতন আইন ১৯৯৫

¤¤ CRPC এর পূর্ণরূপ কী?

→ CRPC এর পূর্ণরূপ হলো The code of criminal procedure (1898) ফৌজদারি কার্যিাবিধির পদ্ধতি প্রক্রিয়া সমূহের সকল বিষয়াবলি CRPC এর অন্তর্ভুক্ত।

¤¤ CRPC খসড়া করেছিলেন কে?

→ 1898 সালে লর্ড ম্যাকলে।

¤¤ প্রজাতন্ত্র (Republic) কী?

→ যে রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান সরাসরি জনগণ বা প্রজা কর্তৃক নির্বাচিত হয়, সেই রাষ্ট্রকে প্রজাতন্ত্র বলে।

¤¤ গণ প্রজাতন্ত্র (People’s Republic) কী?

→ যে রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান সরাসরি জনগণ বা প্রজা কর্তৃক নির্বাচিত না হয়ে পরোক্ষ ভাবে নির্বাচিত হয়, সেই রাষ্ট্রকে গণপ্রজাতন্ত্র বলে।(বাংলাদেশ গণপ্রজাতন্ত্র)

¤¤ ফেডারেশন (Federation) কী?

→ কতগুলো স্বায়ত্তশাসিত রাজ্য একত্রিত হয়ে কোন সংস্থা গঠন করলে তাকে ফেডারেশন বলে।

¤¤ কনফেডারেশন কী?

→ কতগুলো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র একত্রিত হয়ে কোন সংস্থা গঠন করে তাকে কনফেডারেশন বলে।

¤¤ মোবাইল কোর্ট (Mobile Cord) কী?

→ আইনশৃঙ্খলা রক্ষা এবং দ্রুত অপরাধ দমনের লক্ষে তৎক্ষণিকভাব ঘটনাস্থলে গিয়ে তা আমলে নিয়ে দন্ড আরোপের সীমিত ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্য গঠিত আদালতকে মোবাইল কোর্ট বলে।

¤¤ মোবাইল কোর্ট আইন কবে পাশ হয়?

→ মোবাইল কোর্ট আইন 2009 সালে পাশ হয়।

¤¤ Public Policy কী

→ জনগণের কল্যাণে দেশের স্বার্থে সব নীতি নির্ধারন করা হয় তাকে Public Policy বলে।

¤¤ টাস্কর্ফোস (Taskforce) কী?

→ কোন নির্দিষ্ট সমস্যা মোকাবেলার জন্য বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত অস্থায়ী দলকে Taskforce বলে।

¤¤ ডিক্রি (Decree) কী ?

→ আদালত কর্তৃক মামলার চূড়ান্ত ফলাফল যা্ বিচারের সাথে সংশ্লিষ্ট পক্ষসমূহের অধিকার রক্ষা করে।

¤¤ ECNEC এর পূর্ণরূপ কী?

→ Executive Committee of the national Economic Council বা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কিমিটি।

¤¤ NICAR কী?

→ National Implementation Committee for Administrative Reform বা প্রশাসনিক পূর্ণবিন্নাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। যার কাজ প্রশাসনিক সংস্কারের জন্য নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়নের জন্য সরকারের নিকট উপস্থাপন করা। (Base Of Administration Cadre)

¤¤ Civil Service কী?

→ সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক জনগণকে প্রয়োজনীয় সেবা প্রদানকে বলা হয় Civil Service.

¤¤ Civil Service দিবস পালিত হয় কবে?

→ 1 সেপ্টেম্বর।

¤¤ সিটিজেন চার্টার (Citizen Charter) কী?

→ একটি সরকারি অফিসে জনগন কী কী সেবা পাবে তা জনগণকে পরিস্কার ভাবে যে সনদের মাধ্যমে জানানো হয় তাকে Citizen Charter বলে।

¤¤ Floor Crossing কী?

→ সংবিধানের 77 অনুচ্ছেদ মোতাবেক কোন সংসদ সদস্য যদি (ক) নিজ দলের বিপক্ষে ভোট দান করে এবং (খ) দলে থেকে পদত্যাগ করেন তবে উক্ত সংসদ সদস্যের আসন শূন্য হবে এরূপ বিষয়কে Floor Crossing বলে।

¤¤ Casting Vote  কী?

→ সংসদের কোন প্রস্তাবের পক্ষে বিপক্ষে সমান ভোট হলে স্পিকার যে ভোট প্রদান করেন তাকে Casting Vote বলে।

¤¤ Rules of Procedure কী?

→ এটি হলো কিছু বিধিমালা যার মাধ্যমে কোন সংস্থা কিভাবে পরিচালিত হবে কার্য প্রণালী কী হবে ইত্যাদির নির্দেশনা থাকে তাকে Rules of Procedure বলে।

¤¤ Rules of Business কী?

→ যে বিধিমালার মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যাবলি ও দায়িত্ব বণ্ঠন করা হয় তাকে Rules of Business বলে।

¤¤ Rules of Allocation কী?

→ সংবিধানের 55(6) অনুচ্ছেদে বলা হয়েছে: রাষ্ট্রপতি সরকারি কার্যাবলি বণ্ঠন ও পরিচালনার জন্য বিধি সমূহ প্রণয়ন করিবেন। আর এটাই Rules of Allocation বলে।

¤¤ Administrative Tribunal কী?

→ এটি এমন একটি ট্রাইবুনাল যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকুরি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ আমলে নেয়। জেলা জজ বা তার সমমর্যাদার কেউ এই ট্রাইবুলানের বিচারক হন।

¤¤ প্রোটোকল (Protocol) কী?

→ Protocol বলতে দুই বা ততোধিক কুটনৈতিক দেশের মধ্যে উপনীত সমঝোতাকে বুঝায়। আবার দুই বা ততোধিক দেশের সরকার প্রধানদের এবং বিদেশি ব্যক্তিবর্গের সাথে সভা, আলাপ-আলোচনা সম্পর্কিত বিভিন্ন বিধানাবলিকে Protocol বলে।

¤¤ Penal Code কী?

→ যে বিধিতে ফৌজদারি অপরাধের শাস্তির বিধান উল্লেখ রয়েছে তাকে Penal Code বলে।

¤¤ Roles Of Game কী?

→ কোন প্রতিষ্ঠানের অলিখিত কোন নিয়ম কানুন আছে সেগুলোকে Roles Of Game বলে।

¤¤ Public Enterprise কী?

→ সরকারের নিয়ন্ত্রণের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং প্রতিষ্ঠান গুলো যে নিয়ম কানুন মেনে চলে সরকারের অধীনে পরিচালিত হয় সেগুলোকে Public Enterprise বলে।Ex- বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন।

¤¤ Rules of Origin?

→ আমদানি কারক কোন দেশ কর্তৃক কোন উৎপাদনকারী দেশকে যে শর্ত দেওয়া হয় তাকে Rules of Origin বলে।

¤¤ সহকারি ভূমি কমিশনারের (AC Land) কাজ কী?

  • CRPC এর অধীন প্রদত্ত ম্যাজিস্ট্রেসি প্রয়োগ করতে পারবে।
  • অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করতে পারবে।
  • মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবে।
  • অবৈধ সমাবেশ বা দাঙ্গা দমনে পুলিশ বাহিনী গাইড করতে পারবে।
  • ভূমি উন্নয়ন
  • জমির মালিকানার নাম জারি করতে পারবে

¤¤ DC ও ‍SP এর মধ্যে পার্থক্য কী?

→ জেলায় সচিবলয়ের প্রতিনিধি হিসেবে নির্বাহী দায়িত্ব পালন করেন DC এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলার আইন শৃঙ্খলা রক্ষা করে‍ SP.

¤¤ ব্রিটিশ আমলে DC Office কে কী বলা হতো?

→ Collectorate Office.

¤¤ নির্বাহী বিভাগের অপর নাম কী?

→  নির্বাহী বিভাগের অপর নাম শাসন বিভাগ যা সংবিধানের (৪৮-৬৪) পর্যন্ত বিস্তারিত আলোচনা রয়েছে। যা প্রশাসন ক্যাডারের জন্য খুবই প্রয়োজন।

  • আইন বিভাগ কর্তৃক যে আইন রয়েছে তা বাস্তবায়ন করার জন্য যে বিভাগের কাছে দায়িত্ব অর্পন করা হয় তাকে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ বলে।

Base Of Administration Cadre পোষ্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

See More

 

Spread the love
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments