Thursday, March 28, 2024
HomeHome Page Slider16th NTRCA Question Solution 2019.

16th NTRCA Question Solution 2019.

16th NTRCA College level Question Solution. NTRCA means Non-government Teachers Registration & Certification Authority.  16th NTRCA Question Solution (College level) Full Exam Question Solve 2019.



১. বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে ?

  • মুহাম্মদ শহীদুল্লাহ √
  • দীনেশচন্দ্র সেন
  • সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • সুকুমার সেন

২. বাক্যে কোন যদি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই ?

  • কোলন
  • সেমিকোলন
  • হাইপেন √
  • ড্যাস

৩. ‘সংবাদ প্রভারকর’ প্রত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ?

  • কাজী নজরুল ইসলাম
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত √
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • প্রথম চৌধুরী

৪. ‘পানি’ শব্দের প্রতি শব্দ কোনটি?

  • বারিধি
  • নলিনী
  • অপ √
  • পয়ঃ √

৫. কোন বানানটি শুদ্ধ ?

  • মুমুর্ষ
  • মুমূর্ষু √
  • মূমুর্ষু
  • মূমূর্ষু

৬. ‘ধামাধরা’ বাগধারাটির অর্ কী ?

  • যথেচ্ছাকারী
  • বাক ধার্ক
  • তোষামোদকারী √
  • কদরহীন লোক

৭. ‘দর্নীয়’ শব্দটির প্রকৃত প্রত্যয়-

  • দর্ন+ইয়
  • দৃশ+ অনীয় √
  • দৃশ্য+নীয়
  • দর্ন+ঈয়

৮. ‘সাথী’ শব্দটি কোন লিঙ্গ ?

  • পুংলিঙ্গ
  • স্ত্রী লিঙ্গ
  • ক্লীব লিঙ্গ
  • উভয় লিঙ্গ √

৯. ‘সাপের খোলস’ এক কথায় প্রকাশ কর-

  • কৃত্তি
  • নির্মোক √
  • অজিন
  • করভ

১০. ‘রাজায় রাজায় লড়াই করছে’- এ বাক্যে ‘রাজায় রাজায়’ কী ?

  • প্রযোজক কর্তা
  • মূখ্য কর্তা
  • ব্যতিহার কর্তা √
  • ণিজন্ত কর্তা

১১. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্র সম্বনয় গঠিত ?

  • ষ+ন
  • ষ+ণ √
  • ষ+ঞ
  • ষ+ঙ

১২. কোনটি সম্প্রদান কারকে চতুর্ বিভক্তির উদাহরণ ?

  • ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক
  • ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক
  • ভিক্ষুককে ভিক্ষা দাও √
  • কোনটি নয়

১৩. ‘প্রসারণ’ এর বিপরীত শব্দ-

  • সম্প্রসারণ
  • বিবর্ন
  • আকুঞ্চন √
  • আকর্ন

১৪. কোনটি ফারসি শব্দ ?

  • চাবি
  • চাকর
  • চাহিদা
  • চশমা √

১৫. কোনটি ধ্বনি বিপর্য়ের উদাহরণ ?

  • বড় দা >বড়দা
  • কিছু> কিচ্ছু
  • পিশাচ>পিচাশ √
  • মুক্তা>মুকুতা

১৬. ‘কৃতবিদ্যা’ শব্দের ব্যসবাক্য কোনটি ?

  • কৃত যে বিদ্য
  • কৃত যে বিদ্যা
  • কৃত বিদ্যা যার √
  • কৃত হয়েছে বিদ্যা যার

১৭. কোন সমাসে পরপদের অর্ প্রধান্য থাকে ?

  • অব্যয়ীভাব
  • বহুব্রীহি
  • দ্বন্দ্ব
  • কর্মধারয় √

১৮. ‘যারা বাইরে ঠাঁট বজায় করে রেখে চলে’ এর অর্ কী?

  • ব্যাঙের আধুলি
  • লেফাফা দুরস্ত √
  • রাশভারি
  • ভিজে বিড়ায়

১৯. যোগরূঢ় শব্দ কোনটি ?

  • বাঁশি
  • তৈল
  • পঙ্কজ √
  • চিকামারা

২০. কোনটি সমার্ক শব্দ নয় ?

  • পাবক
  • পবন √
  • বহ্নি
  • অনল

২১. নিচের কোন বাক্যটি শুদ্ধ ?

  • কারো ফাগুন মাস, কারো সর্নাশ
  • সে প্রাণিবিদ্যায় দুর্ল √
  • আগত শনিবার কলেজ বন্ধ থাকবে
  • বিধি লঙ্ঘিত হয়েছে √

২২. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয় ?

  • কে, রে
  • প্রথমা, শূন্য
  • র, এর √
  • এ, তে

২৩. কোনটি ব্যাঞ্জন সন্ধির উদাহরণ?

  • শুভেচ্ছা
  • সংবাদ √
  • প্রত্যেক
  • অতীত

২৪. ‘ইউসুফ-জোলেখা’ কী জাতীয় রচনা?

  • নাটক
  • উপন্যাস
  • রোমান্টিক প্রণয়কাব্য √
  • রম্যরচনা

২৫. কায়কোবাদের প্রকৃত নাম কী ?

  • কাজেম আল কোরেশী √
  • আবু নাসের কায়কোবাদ
  • কায়কোবাদ ইসলাম
  • আবুল হোসেন কায়কোবাদ

২৬. ৮৮, ৯১, ৯৫, এবং ৯৯  সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি সর্বোচ্চ সংখ্যক  উত্পাদক রয়েছে ?

  • ৮৮ √
  • ৯১
  • ৯৫
  • ৯৯

২৭. পানি ভর্ একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানি ভরা হলে তার ওজন দাঁড়ায়  ৭ কেজি। খালি বালতির ওজন কত ?

  • ৫ কেজি
  • ৭ কেজ
  • ২ কেজি √
  • ১ কেজি

২৮. একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রফল ঐ সরলরেখার এক তৃতীয় অংশের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রফল এর কতগুণ?

  • ৯ √
  • ১৮
  • ২৭

২৯. একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্মিটার এবং প্রস্ত ১৬ মিটার। বাগানের পরিসীমা কত ?

  • ১৬
  • ২৫
  • ৪১
  • ৮২ √

৩০. একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ?

  • ২৪%
  • ১২% √
  • ১৮%
  • ১৪%

৩১. ১০% সরল মুনাফায় ২০০ টাকায় ১ বছরের মুনাফা কত হবে ?

  • ২০০ √
  • ৩০০
  • ৪০০
  • ১০০

৩২. 3cot A =4 হলে sin A  এর  মান কত ?

  • 4/5
  • 3/5 √
  • 3/4
  • 4/3

৩৩. 9p2+14p এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?

  • 49/9 √
  • 14/9
  • 7/3
  • 7

৩৪. m – n = x এবং mn = 6x2 হলে m2 – n2 = কত ?

  • 19x2
  • 19x3
  • 18x2
  • 18x3

৩৫. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য  যথাক্রমে ৬ সেমি এবং ৮ সেমি হলে ক্ষেত্রফল কত হবে ?

  • 24 বর্গ সেমি √
  • 42 বর্গ সেমি
  • 44 বর্গ সেমি
  • 45 বর্গ সেমি

৩৬. ABC একটি সমবাহু ত্রিভুজ। উহার AB এবং AC বাহুকে বর্ধিত করলে উত্পন্ন কোণদ্বয়ের সমষ্টি কত ?

  • ৩২০
  • ২৮০
  • ২৪০ √
  • ২৯০

৩৭.x2 – 3x, x2 – 9 এবং x2 -4x + 3 বীজগণিতিক রাশির গ.সা.গু কত হবে ?

  • x – 4
  • x + 3
  • x – 3 √
  • x – 1

৩৮.যদি ax = b, by =c এবং cz = a হয় তবে xyz এর মান কত হবে ?

  • ১ √
  • -২
  • -১

৩৯. Log10x=-2 হলে x এর মান কত ?

  • ০.০১ √
  • ০.০০১
  • ০.০২
  • ০.০০২

৪০. একটি ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গ মিটার ভূমি ২২ মিটার হলে উচ্চতা কত মিটার ?

  • ১২ মিটার
  • ১৫ মিটার
  • ২৪ মিটার √
  • ২৮ মিটার

৪১. x-1/x=52 হলে  (x+1/x)2 এর মান কত ?

  • ২৫
  • ২৭
  • ২৮
  • ২৯ √

৪২. x2-4, x2+4+x+4, x3 -8 বীজগাণিতিক রাশির ল.সা.গু কত ?

  • (x+2)2 (x3-8) √
  • (x-2)2 (x3-8)
  • (x2-2) (x3-8)
  • (x2+2) (x3-8)

৪৩. x2+1/x2=3 হলে x6+1/x3 এর মান কত ?

  • 3
  • 4
  • 2 √
  • -2

৪৪. ক:খ=৪:৭, খ:গ=১০:৭ হলে ক:খ:গ কত হবে ?

  • ৪৯:৭০:৪০
  • ৪০:৭০:৪৯ √
  • ৭০:৪৯:৪০
  • ৪৯:৪০:৭০

৪৫. একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১ কিলোমিটার ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

  • ২০০
  • ৩০০ √
  • ২৫০
  • ৩৫০

৪৬. একটি ব্যাসার্ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত হবে ?

  • ১ বর্ একক
  • ২ বর্ একক
  •  বর্ একক √
  •  বর্ একক

৪৭. কোননো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ-

  • সূক্ষ্মকোণ √
  • স্থূলকোণ
  • সমকোণ
  • পূরক কোণ

৪৮. sin +cos/sin -cos =7 হলে sec এর মান কত ?

  • 5/3
  •  5/3 √
  • -5/3
  • 3/5

৪৯. x2-x-6=0 সমীকরণটির মূলদ্বয় হবে-

  • ৩,২
  • ৩,-২ √
  • -৩,২
  • -৩,-২

৫০. রহিম ও করিমের বয়সের গড় ৩৫ বছর। রহিম ও হামজার বয়সের গড় ২০ বছর। হামজার বয়স ১১ বছর হলে করিমের বয়স কত ?

  • ৪১ √
  • ৪১
  • ৪২
  • ৪৩

৫১. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতিক’ উপাধি লাভ করে কত জন ?

  • ৭ জন
  • ৬৮ জন
  • ১৭৫ জন
  • ৪২৬ জন √

৫২. বাংলাদেশের সংবিধান রচনাকারী একমাত্র মহিলা সদস্য কে?

  • ক্যাপ্টেন সেতারা বেগম
  • বেগম রাজিয়া বানু √
  • বেগম মতিয়া চৌধুরী
  • বেগম সুফিয়া কামাল

৫৩. বাংলাদেশে বৃহত্তম উপজেলা কোনটি ?

  • শ্যামনগর √
  • ঘাটাইল
  • সাভার
  • বরকল

৫৪. মনপুরা ৭০ কী ?

  • একটি উপজেলা
  • একটি নদী বন্দর
  • একটি উপন্যাস
  • একটি চিত্রশিল্প √

৫৫. বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত ?

  • ১টি
  • ২টি √
  • ৩টি
  • ৪টি

৫৬. বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বরা ব্যাষ্টিত ?

  • খাগড়াছড়ি
  • বান্দরবন
  • রাঙামাটি √
  • কুমিল্লা

৫৭. বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড় কোথায় ছিল ?

  • মুন্সিগজ্ঞে
  • কুমিল্লায়
  • বগুড়ায় √
  • ফরিদপুরে

৫৮. বাংলাদেশে বয়স্কভাতা কবে থেকে চালু হয় ?

  • 1996
  • 1997
  • 1998 √
  • 1999

৫৯. নদী ছাড়া ‘মহানন্দা’ কী ?

  • তরমুজ
  • সরিষা
  • আম √
  • কলা

৬০. বাংলাদেশে প্রথম ইপিজেট কোথায় অবস্থিত ?

  • সাভার
  • চট্টগ্রাম √
  • মংলা
  • গাজীপুর

৬১. বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের শততম ম্যাচে কোন দেশকে পরাজিত করে ?

  • পাকিস্তান
  • ভারত √
  • জিম্বাবুয়ে
  • নিউজিল্যান্ড

৬২. মূল্য সংযোজন কর একটি-

  • প্রত্যক্ষ কর
  • পরোক্ষ কর √
  • পরিপূরক কর
  • সম্পূরক কর

৬৩. কারাগারের রোজনামচা গ্রন্থটির লেখক কে ?

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান √
  • মাওলানা ভাসানী
  • জাহানারা ইমাম
  • ড. কামাল হোসেন

৬৪. বিশ্বব্যাংক থেকে সদস্য পদ প্রত্যাহারকারী দেশ কোনটি ?

  • কিউবা √
  • ফিলিস্তিন
  • ইরান
  • চীন

৬৫. তুরস্কের মুদ্রার নাম কী ?

  • দিনার
  • দিরহাম
  • ডলার
  • লিরা √

৬৬. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ ?

  • সৌদি আরব
  • কুয়েত
  • ইরাক √
  • বাহরাইন

৬৭. বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি ?

  • পিপীলিকা √
  • দোয়েল
  • পদ্মা
  • অনুসন্ধান

৬৮. নিউজিল্যান্ডের আদিবাসী কারা ?

  • টোডা
  • আফ্রিদি
  • জুলু
  • মাউরি √

৬৯. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে ?

  • ৫ জানুয়ারি
  • ৮ মার্চ
  • ৫ জুন √
  • ১০ ডিসেম্বার

৭০. জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন ?

  • ১৯ তম
  • ২৯ তম √
  • ৩৬ তম
  • ৩৯ তম

৭১. উরুগুয়ে রাউন্ড কোন সংস্থাটির সাথে সম্পর্কিত ?

  • IMF
  • WTO √
  • NATO
  • OIC

৭২. যুক্তরাষ্ট্রে সরকার ব্যবস্থা কীরূপ ?

  • রাষ্ট্রপতি শাসিত √
  • সাংবিধানিক রাজতন্ত্র
  • সংসদীয় সরকার
  • রাজতন্ত্র

৭৩. SMOG হচ্ছে-

  • সিগারেটের ধোঁয়া
  • কুয়াশা
  • কালধোঁয়া
  • দূষিত বাতাস √

৭৪. ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী ?

  • ব্যারোমিটার
  • ফ্যাদোমিটার
  • সিসমোগ্রাফ √
  • কম্পাস

৭৫. রক্তে হিমোগ্লোবিনের কাজ কী ?

  • খাদ্য পরিবহন করা
  • হরমোহন বহন করা
  • রক্ত জমাট বাঁধতে সাহায্যে করা
  • অক্সিজেন পরিবহন করা √

16th NTRCA College level Question Solution. NTRCA means Non-government Teachers Registration & Certification Authority.  16th NTRCA Question Solution (College level) Full Exam Question Solve 2019.

  1. Choose the correct sentence:
  • I know what does he want?
  • I know what does he wants?
  • I know what does he want.
  • I know what he wants. √
  1. Which is the correct use of gerund.
  • I saw the girl dancing.
  • I am dancing on the floor.
  • Dancing is a good exercise. √
  • The girl come here dancing.
  1. The correctly spelt word is-
  • Millennium √
  • Milennium
  • Milenium
  • Millinium
  1. Which one is the correct sentence?
  • He is comparatively better today.
  • He is good today.
  • He is better today. √
  • He is best today then yesterday.

80.The word ‘Homely’ is-

  • Noun
  • Verb
  • Adverb
  • Adjective √
  1. What you (do) at this moment?
  • Do you do
  • Doing
  • Are you doing √
  • Have done
  1. Choose the correct answer:
  • He gave me good-bye.
  • He bad me good-bye. √
  • He told me good-bye.
  • He wished me good-bye.
  1. The word ‘adulteration’ can be explained as-
  • To mix something intensely
  • To use unusual methods
  • To make impure by adding inferior ingredients √
  • To mix poison
  1. It is high time we (change) our food habit.
  • Changed √
  • Have changed
  • Should have changed
  • Should change
  1. Five liters of milk is contained —-the pot.
  • by
  • to
  • in √
  • at
  1. I could not go ___ for the examination dui to rain.
  • in √
  • by
  • to
  • on
  1. The phrase ‘at loggerheads’ means-
  • Very close
  • Belligerent
  • Quarrelling √
  • Distant relation
  1. Hurry spoilt__.
  • The work
  • The curry √
  • To tarry
  • And scary
  1. ___ water of this lake is pure.
  • A
  • An or the
  • The √
  • No article
  1. I wanted the poster to___.
  • Hang
  • To be hanged
  • To be hunged
  • To be hung √
  1. ‘Leave no stone unturned’ means-
  • Heavy stone
  • Impossible
  • Rare stone
  • Try very possible means √
  1. Would you mind ___ me a cup of tea?
  • Giving √
  • Make
  • Bringing
  • Bring
  1. What is the antonym of ‘rear’?
  • Not available
  • Behind
  • Front √
  • Available
  1. ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এল।
  • The boy come to me crying. √
  • The boy come near me crying.
  • The boy come to me in crying.
  • The boy come to me by crying.
  1. Had I riches, I ___ (help) you.
  • Would helped
  • Would have helped
  • Had helped
  • Will help
  1. What is the appropriate meaning of ‘Achilles heel’.
  • Important issue
  • Turing point
  • Vulnerable point √
  • Main point
  1. লেবু কচলালে তেতো হয় –
  • The lemon becomes bitter if it is rubbed.
  • A jest driven hard, loses its point. √
  • A hungry fox is an angry fox.
  • Don’t try to do anything again and again.
  1. Which one below is a correct sentence?
  • They have seen me yesterday.
  • I like his childlike simplicity √
  • It is I who is to blame.
  • The girl resembles to her mother.
  1. At the scene, ___ mother arose in her.
  • A
  • The √
  • A or an
  • No article
  1. What is the verb from of the word ‘friend’?
  • Friend
  • Friended
  • Friending
  • Befriend √

16th NTRCA College level Question Solution. More MCQ Solution in our website. Please visit our site. Thanks for read our post.

See More

Spread the love
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments