Thursday, March 28, 2024
Home Blog Page 6

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন

চর্যাপদ

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন

বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসেবে ‘চর্যাপদ’কে সবাই স্বীকার করেন। তাই বাংলা সাহিত্যের ইতিহাস ‘চর্যাপদে’র কাল থেকে শুরু হয়েছে বলে অনুমান করা হয়। কিন্তু ‘চর্যাপদে’র রচনাকাল সম্পর্কেও অনেকে একমত হতে পারেন নি। ড. মুহাম্মদ শহীদুল্লাহ মনে করেন, ৬৫০ খ্রিস্টাব্দ থেকে  ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে চর্যাপদ রচিত। অন্যদিকে ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় বলেছেন, ৯৫০ খ্রিস্টাব্দ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে চর্যাপদ রচিত।

প্রত্যেকটা জিনিসের যেমন শুরু আছে তেমনি বাংলা সাহিত্যের লিখিত রুপেরও একটা শুরু আছে । একটু আলো আর একটু আধাঁরের সেই গ্রন্থের নামই চর্যাপদ।

  • ০১। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি ?
  • উ: চর্যাপদ।
  • ০২। ‘চর্যাপদ’ কোন শাসনামলে রচিত হয় ?
  • উ: পাল শাসনামলে এটি রচিত হয়।
  • ০৩। চর্যাপদের অন্য নাম কী ?
  • উ: চর্য্যাচর্য্যবিনিশ্চয়।
  • ০৪। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে ?
  • উ: ১৯০৭ সালে।
  • ০৫। চর্যাপদ কে আবিষ্কার করেন ?
  • উ: মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।
  • ০৬। চর্যাপদের আবিষ্কৃত পদসংখ্যা কয়টি ?
  • উ: এ পর্যন্ত আবিষ্কৃত পদসংখ্যা সাড়ে ৪৬ টি।
  • ০৭। পুঁথি খন্ডিত থাকায় কোন পদগুলো পাওয়া যায় নি ?
  • উ: ২৪,২৫,৪৮ পদ সমূহ।
  • ০৮। চর্যাপদের কোন পদটি অর্ধেক পাওয়া গেছে ?
  • উ: ২৩ সংখ্যক পদটি অর্ধেক পাওয়া গেছে।
  • ০৯। চর্যাপদের রচয়িতা কয়জন ?
  • উ: চর্যাপদের মোট রচয়িতা ২৩/২৪ জন।
  • ১০। চর্যাপদ কোন ভাষায় রচিত হয় ?
  • উ: আদি বাংলা ভাষায় রচিত হয় বলে পন্ডিত গণ মনে করেন।
  • ১১। চর্যাপদের মূল প্রতিপাদ্য কী ?
  • উ: বৌদ্ধ ধর্মের সাধন প্রণালী ও দর্শনতত্ত্ব।
  • ১২। বাংলা ভাষার সবচেয়ে পুরানো পুঁথির নাম কী ?
  • উ: চর্যাপদ।
  • ১৩। চর্যাপদ কোথা থেকে পাওয়া যায় ?
  • উ: নেপালের রাজদরবার থেকে।
  • ১৪। চর্যাপদের আদি কবি কে ?
  • উ: লুইপা।
  • ১৫। চর্যাপদে বেশি পদ রচয়িতা কে ?
  • উ: কাহ্নপা।
  • ১৬। চর্যাপদ কিসের সংকলন ?
  • উ: সহজিয়া বৌদ্ধদের সাধন পদ্ধতি সম্বলিত গানের সংকলন।
  • ১৭। চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী কী উপাধি পান?
  • উ: মহামহোপাধ্যায় ।
  • ১৮। চর্যাপদ কোন ছন্দে রচিত ?
  • উ: আধুনিক ছন্দের বিচারে এগুলো মাত্রাবৃত্ত ছন্দের অধীনে।


চর্যাপদ এক কথায় প্রকাশ:

  • বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শনের নাম → চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ।
  • চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন →  চর্যাপদ
  • চর্যাপদ কিসের সংকলন? → গানের সংকলন।
  • চর্যাগুলো কারা রচনা করেন? → বৌদ্ধ সহজিয়াগণ।
  • চর্যাপদ আবিষ্কৃত হয়? → ১৯০৭ সালে নেপালের রয়েল লাইব্রেরি থেকে।
  • চর্যাপদের আবিষ্কারক → মহামহোপাধ্যায় হর প্রসাদ শাস্ত্রী।
  • চর্যাপদ প্রথম প্রকাশিত হয় → ১৯১৬ সালে (কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে)।
  • চর্যাপদের রচয়িতা কতজন? →২৩  জন (মতান্তরে ২৪জন)
  • চর্যাপদের মোট পদ রয়েছে → ৫০টি (মতান্তরে ৫১টি)
  • এ পর্যন্ত আবিষ্কৃত পদ সংখ্যা → সাড়ে ৪৬টি।
  • চর্যাপদের আদি কবি → লুইপা।
  • চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেছে → কাহ্নপা, ১৩টি।
  • বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ হচ্ছে → কাব্য।
  • কাদের হাতে বাংলা সাহিত্যের সূচনা হয়? → বৌদ্ধদের।
  • চর্যাপদের ভাষা যে বাংলা তা প্রমাণ করেন? → ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
  • চর্যাপদ রচিত হয় → পাল শাসনামলে।
  • চর্যাপদে মোট প্রবাদ বাক্য পাওয়া যায় → ৬টি
  • চর্যাপদে একজন কবিকে মহিলা কবি হিসেবে অনুমান করা হয় তার নাম → কুক্কুরী পা।
  • কোন কবি দ্বিতীয় সর্বোচ্চ পদ লেখেন? → ভুসুকু পা ৮টি।
  • চর্যাপদে কোন কোন পদ পাওয়া যায়নি? → ২৪ (কাহ্নপা রচিত), ২৫ (তন্ত্রীপা), ৪৮ (কুক্কুরীপা) ২৩ এর অর্ধেক (কুক্কুরী পা)
  • চর্যার পদগুলো কোন ভাষায় রচিত? → (সন্ধ্যা বা সান্ধ)।
  • চর্যাপদ কোন ছন্দে রচিত? → মাত্রাবৃত্ত।
  • অন্ধকার যুগ কোন সময়? → (১২০১-১৩৫০)
  • অন্ধকার যুগে আবিষ্কৃত দুটি সাহিত্য কর্মের নাম → শূন্যপুরাণ ও সেক শুভোদয়া।
  • কোন সম্রাট তার অনুশাসনগুলো ব্রাহ্মী লিপিতে লেখান? → সম্রাট অশোক।


সাহিত্যর  গুরুত্তপূর্ণ প্রশ্নত্তোর: চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন

  • ০১। বাংলা লিপির উৎস কী ?
  • উ: ব্রাহ্মী লিপি
  • ০২। ব্রাহ্মী লিপির রুপ কয়টি ও কী কী ?
  • উ: তিনটি। সারদা, নাগর ও কুটিল।
  • ০৩। কোন রুপ থেকে বাংলা এসেছে ?
  • উ: কুটিল থেকে
  • ০৪। বাংলা লিপির সুসংগঠন কোন আমলে হয় ?
  • উ: সেন রাজাদের আমলে
  • ০৫। কে বাংলা লিপিকে ছাপাখানায় মুদ্রণযোগ্য করে গড়ে তুলেন?
  • উ: পঞ্চানন কর্মকার
  • ০৬। চর্যাপদের আবিষ্কৃত পদসংখ্যা কয়টি ?
  • উ: এ পর্যন্ত আবিষ্কৃত পদসংখ্যা সাড়ে ৪৬ টি।
  • ০৭। পুঁথি খন্ডিত থাকায় কোন পদগুলো পাওয়া যায় নি ?
  • উ:  ২৩ নং এর শেষাংশ, ২৪,২৫,৪৮ পদ সমূহ।


বিগত সালের প্রশ্ন: চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন

  • প্রশ্নঃ   বাংলা ভাষার জন্ম?
  • উত্তর: মাগধী/গৌড়ীয় প্রাকৃত/বঙ্গ কামরুপী অপভ্রাংশ থেকে।
  • প্রশ্নঃ   পৃথিবীতে বাংলা ভাষার স্থান কত তম ?
  • উত্তর: চতুর্থ।
  • প্রশ্নঃ   বাংলা লিপির উৎস কী ?
  • উত্তর: ব্রাহ্মী লিপি।
  • প্রশ্নঃ   মূল বাংলা ভাষার উদ্ভব ঘটেছে ?
  • উত্তর: দশম শতাব্দীতে।
  • প্রশ্নঃ   বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল ?
  • উত্তর: অস্ট্রিক।
  • প্রশ্নঃ   বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে ?
  • উত্তর: ইন্দো-ইউরোপীয়।
  • প্রশ্নঃ   প্রথম বাংলা লিপি খোদাই করেন ?
  • উত্তর: পঞ্চানন কর্মকার।
  • প্রশ্নঃ   সম্রাট অশোক তার অধিকাংশ কর্ম লেখান ?
  • উত্তর: ব্রাহ্মী লিপিতে।
  • প্রশ্নঃ   উপমহাদেশে প্রথম ছাপাখানা কোথায়, কখন প্রতিষ্ঠিত হয় ?
  • উত্তর: রংপুরের গোয়ায়, ১৪৯৮ সালে, প্রতিষ্ঠা করেন পর্তুগিজরা, প্রথম বই কনোক সুজ।
  • প্রশ্নঃ   বাংলা মুদ্রন যন্ত্র আবিষ্কার হয় যে সালে ?
  • উত্তর: ১৮০০সালে।
  • প্রশ্নঃ   ঢাকায় সর্বপ্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কত   সালে?
  • উত্তর: ১৮৬০, বাংলা প্রেস (প্রতিষ্ঠাতা সুন্দর মিত্র)
  • প্রশ্নঃ   বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শনের নাম ?
  • উত্তর: চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ।
  • প্রশ্নঃ   চর্যাপদ কিসের সংকলন ?
  • উত্তর: গানের সংকলন।
  • প্রশ্নঃ   চর্যাগুলো কারা রচনা করেন ?
  • উত্তর: বৌদ্ধ সহজিয়াগণ।
  • প্রশ্নঃ   চর্যাপদ আবিষ্কৃত হয় ?
  • উত্তর: ১৯০৭ সালে নেপালের রয়েল লাইব্রেরি থেকে।
  • প্রশ্নঃ   চর্যাপদের আবিষ্কারক ?
  • উত্তর: মহামহোপাধ্যায় হর প্রসাদ শাস্ত্রী।
  • প্রশ্নঃ    চর্যাপদ প্রথম প্রকাশিত হয় ?
  • উত্তর: ১৯১৬ সালে (কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে)।
  • প্রশ্নঃ   চর্যাপদের রচয়িতা কতজন ?
  • উত্তর: ২৪ জন (মতান্তরে ২৩ জন)
  • প্রশ্নঃ   চর্যাপদের মোট পদ রয়েছে ?
  • উত্তর: ৫০ টি (মতান্তরে ৫১টি)
  • প্রশ্নঃ   এ পর্যন্ত আবিষ্কৃত পদ সংখ্যা ?
  • উত্তর: সাড়ে ৪৬টি।
  • প্রশ্নঃ   চর্যাপদের আদি কবি ?
  • উত্তর: লুইপা।
  • প্রশ্নঃ   চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেছে ?
  • উত্তর: কাহ্নপা, ১৩টি।
  • প্রশ্নঃ   বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ হচ্ছে ?
  • উত্তর: কাব্য।
  • প্রশ্নঃ  কাদের হাতে বাংলা সাহিত্যের সূচনা হয় ?
  • উত্তর: বৌদ্ধদের।
  • প্রশ্নঃ   চর্যাপদের ভাষা যে বাংলা তা প্রমাণ করেন ?
  • উত্তর: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
  • প্রশ্নঃ   চর্যাপদে মোট প্রবাদ বাক্য পাওয়া যায় ?
  • উত্তর: ৬টি
  • প্রশ্নঃ   চর্যাপদে একজন কবিকে মহিলা কবি হিসেবে অনুমান করা হয় তার নাম ?
  • উত্তর: কুক্কুরী পা।
  • প্রশ্নঃ   কোন কবি দ্বিতীয় সর্বোচ্চ পদ লেখেন ?
  • উত্তর: ভুসুকু পা ৮টি।
  • প্রশ্নঃ   চর্যাপদে কোন কোন পদ পাওয়া যায়নি ?
  • উত্তর: ২৪ (কাহ্নপা রচিত), ২৫ (তন্ত্রীপা), ৪৮ (কুক্কুরীপা) ২৩ এর অর্ধেক (কুক্কুরী পা)
  • প্রশ্নঃ   চর্যার পদগুলো কোন ভাষায় রচিত?
  • উত্তর: সন্ধ্যা বা সান্ধ।
  • প্রশ্নঃ   চর্যাপদ আধুনিক কোন ছন্দে রচিত ?
  • উত্তর: মাত্রাবৃত্ত।
  • প্রশ্নঃ   অন্ধকার যুগ কোন সময় ?
  • উত্তর: ১২০১-১৩৫০
  • প্রশ্নঃ   অন্ধকার যুগে আবিষ্কৃত দুটি সাহিত্য কর্মের নাম ?
  • উত্তর: শূন্যপুরাণ ও সেক শুভোদয়া।
  • প্রশ্নঃ   কোন সম্রাট তার অনুশাসনগুলো ব্রাহ্মী লিপিতে লেখান ?
  • উত্তর: সম্রাট অশোক।

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন এর MCQ প্রশ্ন।

See All Posts

University Admission Model Test-1 (ICT)

1. ক্রায়োথেরাপির জন্য কোনটি অপরিহার্য?

 
 
 
 

2. বায়োমেট্রিক্স পদ্ধতি প্রধানত কত প্রকার?

 
 
 
 

3. কোন ক্যাবলটির ইন্সটলেশন পদ্ধতি সব থেকে জটিল?

 
 
 
 

4. হাইপারলিংকের জন্য নিচের কোন html কোডটি সঠিক?

 
 
 

5. লজিক চিত্রটি লক্ষ কর এবং নিচের প্রশ্নের উত্তর দাও :

চিত্রে ১ এর আউটপুটের সঙ্গে চিত্র ২ এর ইনপুট যোগ করলে কখন আউটপুট ০ হবে?

 

 
 
 
 

6. সরলীকরণের পূর্বে নিচের বুলিয়ান এক্সপ্রেশনটি বাস্তবায়নের জন্য কতটি গেইটের প্রয়োজন হবে?

XY + X(X + Z) + (X + Z)

 
 
 
 

7. C- তে মোট কীওয়ার্ড এর সংখ্যা হলো-

 
 
 
 

8. সম্পর্কযুক্ত ডেটাবেজ গঠিত হয় কতকগুলো….

 
 
 
 

9. কোন টপোলজিতে তারের খরচ সব থেকে বেশি?

 
 
 
 

10. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ প্রতীক কোনটি?

 
 
 
 

11. ১৫১০ এর বিসিডি কোড কোনটি?

 
 
 
 

12. সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার?

 
 
 
 

13. জামিল ইন্টারনেট থেকে কিছু কনটেন্ট ডাউনলোড করেছে এবং তার কিছু পরিবর্তন করে শিক্ষকের নিকট বাড়ির কাজ হিসেবে উপস্থাপন করেছে।

জামিলের কাজটি নিচের কোন ধরনের কার্যকলাপের মধ্যে পড়ে?

 
 
 
 

14. নিচের কোনটি Biometrics এর সাথে সম্পর্কিত নয়?

 
 
 
 

15. নিচের কোন ডিভাইসটি ভিন্ন প্রোটোকল বিশিষ্ট দুটি নেটওয়ার্ককে যুক্ত করতে ব্যবহৃত হয়?

 
 
 
 

16. <b> ট্যাগ ছাড়া নিচের কোনটি টেক্সট বোল্ড করতে ব্যবহৃত হয়?

 
 
 
 

17. ১০০১.০০১০২ এর দশমিক মান নিচের কোনটি?

 
 
 
 

18. ১০০১০ গণনা করার জন্য কতটি বাইনারি ডিজিট প্রয়োজন?

 
 
 
 

19. ১১১০১ + ১০১১১ এর যোগফল সমান

 
 
 
 

20. SQLএর পূর্ণরূপ হলো

 
 
 
 

21. রেজিষ্টার কি দিয়ে তৈরি করা হয়?

 
 
 
 

22. ডি মরগানের উপপাদ্য কয়টি?

 
 
 
 

23. আন অর্ডার লিস্ট তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়?

 
 
 
 

24. আউটসোসিং সম্পর্কিত বিষয় কোনটি?

 
 
 
 

25. employee নিচের কোন কমান্ডটি উপরের টেবিলটি প্রদর্শন করবে?
Name
Rasel
Jubair
Tuhin

 
 
 
 

ইউনিটি মডেল টেস্ট ফলাফল- 2020

আজ ১৩-১১-২০২০ রোজ শুক্রবার সাপ্তাহিক মডেল টেস্ট রেজাল্ট প্রকাশ করা হলো সকল ব্যাচের একসাথে।

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download

আমরাই দিচ্ছি একবার ভর্তিতে তিনধাপে ক্লাস এবং পরীক্ষার সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ৭০+ ক্লাস। ইংরেজির প্রতি বিশেষ গুরুত্ব।
ইউনিটি বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম। একটি ব্যতিক্রম শিক্ষাপ্রতিষ্ঠান । প্রতিদিন ক্লাস। প্রতিটি ক্লাস 2.30 মিনিট।

 

ইউনিটি মডেল টেস্ট ফলাফল- 2020

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download

আমরাই দিচ্ছি একবার ভর্তিতে তিনধাপে ক্লাস এবং পরীক্ষার সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ৭০+ ক্লাস। ইংরেজির প্রতি বিশেষ গুরুত্ব।
ইউনিটি বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম। একটি ব্যতিক্রম শিক্ষাপ্রতিষ্ঠান । প্রতিদিন ক্লাস। প্রতিটি ক্লাস 2.30 মিনিট।

Monthly Current Affairs Quiz Test 2020

প্রতি মাসের 30 তারিখে Current Affairs Quiz Test পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আপনারা  যারা BCS, Bank, Ntrca, প্রাইমারি, বিশ্ববিদ্যালয়, মন্ত্রণালয়সহ সকল প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই পরীক্ষাটি সহায়ক হবে বলে আশা করি। আপনি নিজে পরীক্ষা দিন এবং অন্যদের দেওয়ার সুযোগ করে দিন ।

সূত্রঃ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।Please go to Monthly Current Affairs Quiz Test 2020 to view the test

 

See All Posts

Current Affairs Quiz Test সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবে ভিজিট করুন। Current Affairs Quiz Test পেজটি সাথে রাখতে এখনেই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।

Monthly Current Affairs Quiz Test 2020

প্রতি মাসের 30 তারিখে Current Affairs Quiz Test পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আপনারা  যারা BCS, Bank, Ntrca, প্রাইমারি, বিশ্ববিদ্যালয়, মন্ত্রণালয়সহ সকল প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই পরীক্ষাটি সহায়ক হবে বলে আশা করি। আপনি নিজে পরীক্ষা দিন এবং অন্যদের দেওয়ার সুযোগ করে দিন।

সূত্রঃ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।Please go to Monthly Current Affairs Quiz Test 2020 to view the test

BCS Written Exam Preparation (41th)
Math Solution Class 9-10 Download pdf

See All Posts

Current Affairs Quiz Test সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবে ভিজিট করুন। Current Affairs Quiz Test পেজটি সাথে রাখতে এখনেই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।

Real Number (বাস্তব সংখ্যা) Multiple Choice Questions

BCS, Bank, Ntrca, প্রাইমারি, বিশ্ববিদ্যালয়, মন্ত্রণালয়সহ সকল প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য।

সূত্রঃ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।Please go to Real Number (বাস্তব সংখ্যা) Multiple Choice Questions to view the test

 

Math Solution Class 9-10 Download pdf

See All Posts

Real Number Multiple Questions সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবে ভিজিট করুন। Real Number Multiple Questions পেজটি সাথে রাখতে এখনেই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।

LEDP Professional Outsourcing Training

0

মুজিববর্ষে ৪০,০০০ তরুণ-তরুণীকে লার্নিং অ্যান্ড আর্নিং  (LEDP Professional Outsourcing Training) এর প্রশিক্ষণ দিচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। 20,000 টাকা বেশি মূল্যের কোর্স আপনি পেতে পাড়েন সম্পূর্ণ ফ্রিতে। করোনাকালীন মহামারিতে আপনি ঘরে বসে না থেকে এই তিনটি কোর্সের যে কোন একটি করতে পারেন।শুধু আপনার একটি কম্পিউটার, ইন্টারনেট থাকলেই হবে। বাংলাদেশের যে কোন জেলা থেকে আপনি কোর্সটি করতে পারবেন। কোর্সগুলো হলো নিম্নরূপঃ

  1. গ্রাফিক্স ডিজাইন
  2. ডিজিটাল মার্কেটিং 
  3. ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট

আমাদের দেশের তরুণ-তরুণীকে আউটসোর্সিং বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে আইসিটি বিভাগের আওতায় লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় LEDP Professional Outsourcing Training প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে ফাউন্ডেশন ও স্পেশালাইজেশন প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণকালে হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি আউটসোর্সিং বিষয়ে প্রকল্পভিত্তিক কাজ করার সুযোগ থাকবে।আপনি এই প্রশিক্ষণ নিয়ে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।

Registration & Online Exam:

Step-01: Registration
• Fillup the online registration form. During the registration you need to select the district name where you want to do the training course, choose the course name, Basic personal information, Email ID, Mobile Number, National ID or Birth registration Number, parmament address and passport size photograph etc.
• Submit the registration.

Step-02: Online Examination

• After submission of online registration form a set of randon question will be view with basic IT and English language.
• A Timer will view the remaining time.
• Select the right answer from multiple choice questions within the time.
• Click the Finish Exam button.
• You will show the result.

বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন: http://www.ictd.gov.bd/

Apply Now

Adjective Exercises Multiple Choice Questions

0

BCS, Bank, Ntrca, প্রাইমারি, বিশ্ববিদ্যালয়, মন্ত্রণালয়সহ সকল প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য।

সূত্রঃ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।Please go to Adjective Exercises Multiple Choice Questions to view the test

Adjective Exercises Multiple Questions সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবে ভিজিট করুন। Adjective Exercises Multiple Questions পেজটি সাথে রাখতে এখনেই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।

See All Posts

Math Solution Class 9-10 pdf

0

BCS, Bank, Ntrca, প্রাইমারি, বিশ্ববিদ্যালয়, মন্ত্রণালয়সহ সকল প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু করার।

গণিত সমাধান নবম দশম শ্রেণি

একাডেমিক পড়াশুনার পাশাপাশি চাকুরির প্রস্তুতির জন্য ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই খুবোই গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকেই বিসিএস, ব্যাংক, নিবন্ধন, মন্ত্রণালয়সহ সকল প্রস্তুতিমূলক পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। এমনকি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও প্রশ্ন হয়ে থাকে। আজ আমরা আপনাদের সেই সকল বই এর সমাধান নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকে আমরা নবম-দশম শ্রেণির গণিত সমাধান বইটি সম্পূর্ণ পিডিএফ ফাইল আপনাদের দিয়ে দিব। যা আপনারা ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন।
অধ্যায়শিরোনামলিঙ্ক
১মবাস্তব সংখ্যাDownload
২য়সেট ও ফাংশনDownload
৩য়বীজগাণিতি রাশিDownload
৪র্থসূচক ও লগারিদমDownload
৫মএক চলক বিশিষ্ট সমীকরণDownload
৬ষ্ঠরেখা, কোণ ও ত্রিভুজDownload
৭মব্যবহারিক জ্যামিতিDownload
৮মবৃত্তDownload
৯মত্রিকোণমিতিক অনুপাতDownload
১০মদূরত্ব ও উচ্চতাDownload
১১তমবীজগণিতীয় অনুপাত ও সমানুপাতDownload
১২তমদুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণDownload
১৩তমসসীম ধারাDownload
১৪তমঅনুপাত, সদৃশ্যতা ও প্রতিসমতাDownload
১৫তমক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্যDownload
১৬তমপরিমিতিDownload
১৭তমপরিসংখ্যানDownload

 

Math Solution Class 9-10 সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবে ভিজিট করুন। Math Solution Class 9-10 পেজটি সাথে রাখতে এখনেই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।

See All Posts

BCS Written Exam Preparation (41th)

0

সম্মানিত পাঠক বৃন্দ আজকে আমাদের পোষ্টটি BCS Written Exam এর পূর্ব প্রস্তুতি প্রসঙ্গে। Written এ কম লিখে কিভাবে ভালো নম্বর পেতে হয় বা স্বল্প সময়ে ভাল নম্বর অর্জন করার গোপনীয় কিছু টিপস শেয়ার করব। আপনারা যারা BCS Written Exam এর জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা 3rd and 4th Year থেকেই Preparation নিচ্ছেন প্রথম BCS দিয়েই Cadre হতে, তাদের জন্য আজকের পোষ্টটি অত্যন্ত সহায়ক হবে বলে আমি আশা করি।

আমরা সবসময় BCS Written Exam এ তথ্যমূলক বিষয় দিয়ে বেশি নম্বর পেতে চাই। অনেকে অনেক ভাবেই পরীক্ষার খাতায় লিখে আসলেও  আশানরূপ রেজাল্ট আসে না। আজকে আমরা Proper  Guide Line দিব কিভাবে কোন বিষয় আপনি পরীক্ষার খাতায় উপস্থাপন করবেন। বিশেষ করে ‘বাংলাদেশ বিষয়াবলি’, ‘আর্ন্তজাতিক বিষয়াবলি’, ‘বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে উল্লেখযোগ্য তথ্য দিতে চান বা আমরা দিয়ে থাকি।তবে এই তথ্যগুলো আপনাদের কিভাবে দিলে ভালো হবে কিংবা কিভাবে সাজানো গোছানো থাকলে একজন শিক্ষক সহজেই আপনার খাতাটি মূল্যায়ন করতে পারবে এবং আপনার Personality সর্ম্পকে ধারনা পাবে সে সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। (ইনশাআল্লাহ)। মনে রাখবেন আপনার তথ্য দেওয়ার নিয়মাবলী আপনাকে Cadre হতে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

BCS Written Exam এ প্রায় সবাই পাশ করে তবে শুধুমাত্র পাশ করাই ক্যাডার হওয়া জন্য যথেষ্ট নয়। ক্যাডার হতে ভালো/Best Marks তুলতে হয়। আর এই Best Marks তুলার অন্যতম কিছু কৌশল কিভাবে অবলম্বন করতে হবে সে বিষয় নিয়েই আজকের Post টি তৈরি করা হয়েছে। সুতরাং যারা সত্যিই বিসিএস ক্যাডার হতে চান আমাদের পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন, জানুন এবং খাতায় নোট করুন। আশা করছি কিছুটা হলেও উপকৃত হবেন।

আমরা প্রথমেই কোন কোন বিষয় তথ্যর সাথে যোগ করি বা কি দিয়ে তথ্য সুন্দর করে সাজাই প্রথমে সেগুলোর সাথে পরিচিত হয়ে নেই। মূলত বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রত্যেক BCS Examএ প্রশ্নের প্যার্টানে এমন কিছু প্রশ্ন দেওয়া থাকে যেখানে আমরা অনায়াসে Diagram, Graph, Chart, Pie Chart, Bar Chart, Column Chart, Table, Maps, Space Saver এই Topics গুলো ব্যবহার করে তথ্য গুলো সুন্দর ভাবে  সাজিয়ে থাকি। আর এগুলো প্রয়োগের মধ্যে দিয়ে সর্বোচ্চ মার্ক আশা করা যায়। তাই আজ আমরা এই বিষয়গুলো ভালো করে দেখবো এবং কোথায় কোথায় এর প্রয়োগ ঘটানো যায় সেটিও আমরা জানব।

প্রথমেই আমরা এই কয়েকটি বিষয়ের অর্থ জেনে নেই।

  1. Diagram/Graph= নকশা
  2. Chart= তালিকা
  3. Pie Chart= পাই তালিকা
  4. Map= মানচিত্র
  5. Table= সারণী
  6. Bar Chart= বার তালিকা
  7. Column Chart= স্তম্ভ তালিকা

যে যে বিষয়ের উপর এই ধরনের প্রশ্ন হলে আমরা সাধারণত Diagram, Chart ইত্যাদি ব্যবহার করে থাকি এমন কিছু প্রশ্ন নিচে তুলে ধরা হলোঃ

  1. প্রাইমারি স্কুল পর্যায়ে ঝড়ে পড়া তালিকা সমূহ লিখুন। [Drop out of primary school]
  2. পাকিস্তান শাসনামলে বাংলাদেশের বৈষম্য বর্ণনা করুন। [Discrimination to word Bangladesh during Pakistan reign]
  3. মোবাইল ও ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার লিখুন। [Use of phone and internet technology]
  4. ADP কী? [Allotment for Annual Development program (2018-2019)]
  5. মানব উন্নয়ন কর্মসূচি কী? [ Human Development Index]
  6. বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি কী? [Several Health Index]

এ ধরনের প্রশ্নে সাধারণত Graph, Chart ব্যবহার করে Best Marks তোলা সম্ভব। যা এখন আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে জানতে পারব।


Graph and Chart: সাধারণত কোন একটি তথ্যকে তথ্যবহুল করতে আমরা Graph, Chart ব্যবহার করে থাকি। আর এগুলোর মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরতে পারি। নকশা করা তথ্য গুলো তালিকাতে অবস্তান করে, যা গাণিতিক সর্ম্পকের মাধ্যমে তথ্য বিন্যস্ত করা হয়। নকশা এক ধরনের Chart কিন্তু সব Chart ই নকশা নয়।অন্যভাবে বলতে গেলে সব Graph ই Chart কিন্তু সব Chart ই Graph নয়।

যাকে Graph বলা হয় তাই Diagram।

বি:দ্রঃ গ্রাফ, চার্ট এর মাধ্যমে যে কোন তথ্যই দিতে হলে অবশ্যই তার Source এবং তারিখ তুলে দিতে হবে।


Graph/ Diagram: (নকশা)

এটি হলো বিন্দু, নোড বা শীর্ষবিন্দু নামক বস্তুসমূহের একটি সেট, যে বস্তুগুলি একে অপরের সাথে রেখা বা ধার বা ‘এজ’ এর মাধ্যমে সংযুক্ত থাকে। বাস্তব জীবনের সকল ধরনের সমস্যা কর্মসূচি, মানব উন্নয়ন কর্মসূচি, অর্থনৈতিক সমীক্ষা, রেমিটেন্স আয় এসব বিষয়বস্তু Graph/ Diagram এর মাধ্যমে সুস্পষ্ট ভাবে উল্লেখ করা যায়।

EX: Human Development Index (2014-2018)

BCS-Written-Exam-Preparation

Source: UNDP Organization.


Chart: (তালিকা)

এটি হচ্ছে তথ্যের রৈখিক বিবৃতি। Chart আরো অনেক ধরনের আছে যেমনঃ Pie Chart, Bar Chart, Column Chart, Lines Chart ইত্যাদি। এগুলোর মধ্যে বিসিএস পরীক্ষায় Pie Chart, Bar Chart and Column Chart অধিক ব্যবহার করা হয়।

Pie Chart: (পাই তালিকা)

পাই চার্ট হলো একটি বৃত্তাকার চার্ট যা সংখ্যা সূচক অনুপাতে খন্ড খন্ড করা হয়।

EX: ADP [Allotment for Annual Development Program 2019-20]

BCS-Written-Exam-Preparation

BCS-Written-Exam-Preparation

Source: Bangladesh Economic Review 2019-20


Column Chart: (স্তম্ভ তালিকা)

কলাম চার্ট বলতে সকল প্রকার তথ্য ঊর্দ্ধমুখি, নিম্নমুখি অথবা সমতল এমনকি তথ্য উত্তর-দক্ষিণ বরাবর হয়ে থাকে।

EX: দারিদ্রতার হার (১২-১৮) [Rate of poverty 2012-2028]

BCS-Written-Exam-Preparation

Source: Economic Review 2018.


Bar Chat: (বার তালিকা)

Column Chart & bar Chart  এর মধ্যে তেমন কোন পার্থক্য নেই বললেই চলে। দুটো চার্টই তথ্য ঊর্দ্ধমুখি এবং নিম্নমুখি, সমতল বা আয়তাক্ষেত্রাকার ভাবে তুলে ধরে। তবে বার তালিকার তথ্য গুলো পূর্ব দিকে মুখ করে থাকে। আমরা যে কোন চার্টের মাধ্যমেই তথ্য উপস্থাপন করতে পারি।

EX: দারিদ্রতার হার (১২-১৮) [Rate of poverty 2012-2028]

BCS-Written-Exam-Preparation

Source: Economic Review 2018.


Table: (সারণী)

টেবিল হলো কতগুলো সর্ম্পকযুক্ত ডাটাসেট যা সারি এবং কলাম দ্বারা সংগঠিত হয়। আমরা টেবিলের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলো সাজিয়ে লিখতে পারি।

EX: নারীরর ক্ষমতায়ন (1991-2016) [Empowerment of women 1991-2016]

BCS-Written-Exam-Preparation

Source: Bangladesh Economic Review 1991-2016.


Map: (মানচিত্র)

বাংলাদেশ বিষয়াবলিতে যে যে বিষয়গুলিতে Map দেওয়া যেতে পারে তা নিম্নরূপঃ

  1. জনপদ
  2. খনিজ সম্পদ
  3. উপজাতি
  4. ভৌগলিক অবস্থা
  5. পার্বত্য চট্টগ্রাম ইস্যু
  6. মুক্তিযুদ্ধ ইস্যু
  7. রোহিঙ্গা ইস্যু

এগুলো ছাড়াও যদি কোন বিভাগের প্রশ্ন এসে থাকে সেখানে সেই বিভাগের Map টা একেঁ দিলে অবশ্যাই আপনার খাতাটি সবার থেকে আলাদা ভাবে মূল্যায়িত হবে। ধরুন খুলনা বিভাগের কথা বলা যাক খুলনা মেহেরপুর এর রয়েছে একটি বিশাল ইতিহাস যা খুব সহজেই বর্ণনা করা সম্ভব। রামপাল প্রসঙ্গে আমরা স্থান চিহ্নিত করতে পারি Map দিয়ে। যার ফলে অন্যদের তুলনায় আপনি এক নম্বর হলেও বেশি পাবেন।


Space Sever:

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে যে শুধূ মাত্র Map, Data Chart, Pie Chart এগুলো Quection হয় তা কিন্তু না। অনেক সময় বিসিএস পরীক্ষায় দেখা গেছে বর্ণনামূলক প্রশ্ন হয়েছে যেখানে চার্ট, গ্রাফ দেওয়ার মতো কোন Option নেই। এসব প্রশ্নে এমন কিছু Strategy অবলম্বন করতে হবে যাতে করে বেশি যেন লিখতে না হয় আবার Space Sever হয় এবং Point মূলক হয়।যেমন বলা যেতে পারে: বাংলাদেশের জনগন জনসমস্যা নাকি জনসম্পদ?

এই প্রশ্নে মূলত কোন চিত্র, তালিকা, চার্ট ব্যবহার করা সম্ভব না শুধুমাত্র বর্ণনা ছাড়া। তাই এ ধরনের প্রশ্নে এমন ভাবে উত্তর করতে হবে যেনো সময় এবং তথ্য দুটোতেই Perfect হয়। যেমনঃ এখানে মানব সম্পদ তৈরি করতে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তা আমরা Space Sever এর মাধ্যমে লিখতে পারলে Attractive and Informative মূলক হবে।

BCS-Written-Exam-Preparation

বাংলাদেশ বিষয়াবলির আরও কিছু তথ্যঃ

  1. আবহাওয়া জলবায়ুতে ঝুকি
  2. গ্রিন হাউজ ইফেক্ট
  3. সরকারের নীতি
  4. সমুদ্র অর্থনীতি

এইসব বিষয় নিয়ে প্রশ্ন আসলে একটু ভিন্ন আঙ্গিকে তুলে ধরতে পারেন। যেমনঃ Climate Elements.

BCS-Written-Exam-Preparation

 

See All Posts

Verb Exercises Multiple Choice Questions

0

BCS, Bank, Ntrca, প্রাইমারি, বিশ্ববিদ্যালয়, মন্ত্রণালয়সহ সকল প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য।

সূত্রঃ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।Please go to Verb Exercises Multiple Choice Questions to view the test

 

Verb Exercises Multiple Questions সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবে ভিজিট করুন। Verb Exercises Multiple Questions পেজটি সাথে রাখতে এখনেই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।

See All Posts

Pronoun Exercises Multiple Choice Questions

0

BCS, Bank, Ntrca, প্রাইমারি, বিশ্ববিদ্যালয়, মন্ত্রণালয়সহ সকল প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য।

সূত্রঃ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।Please go to Pronoun Exercises Multiple Choice Questions to view the test

 

Pronoun Exercises Multiple Questions সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবে ভিজিট করুন। Pronoun Exercises Multiple Questions পেজটি সাথে রাখতে এখনেই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।

See All Posts

Gender Exercises Multiple Choice Questions

0

সূত্রঃ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

BCS, Bank, Ntrca, প্রাইমারি, মন্ত্রণালয়সহ সকল চাকুরির প্রস্তুতির জন্য।

Please go to Gender Exercises Multiple Choice Questions to view the test

 

Gender Exercises Multiple Questions সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবে ভিজিট করুন। Gender Exercises Multiple Questions পেজটি সাথে রাখতে এখনেই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।

See All Posts

Translation English Grammar Bangla to English

BCS, Bank, Ntrca, প্রাইমারি, মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়সহ সকল চাকুরির প্রস্তুতির জন্য।

English Grammar: Translation into English

S.NBangla SentenceEnglish Sentence
1বিপদে ধৈর্য্য ধরাণ কর-Have patience in danger.
2নিউটন বছর বছর জন্মে না-A Newton is nor born every year.
3যখন খুশি আস-Come as you like.
4তুমি কী ধরনের মানুষ?What kind of man are you?
5আমরা না হেসে পারলাম না.We could not but laugh.
6তুমি কি জান সে কোথায় থাকে?Do you know where he lives?
7প্রত্যেকেই চরিত্রবান লোকদের শ্রদ্ধা করে-Everybody respects a man of character.
8সে সাঁতার কাটতে জানে না-He does not know how to swim.
9লোকটির কান পাতলা-The man is credulous.
10হলুদ এবং নীল মিলে সবুজ রং হয়-Yellow and blue makes green color.
11সে আনন্দে আত্মহারা হয়ে গেল-He was beside himself with joy.
12তুমি তাকে কতটা বুদ্ধিমান মনে কর?How much intelligent do you think he is ?
13তুমি আমাকে এটি আগে দিতে পারলে ভালো হতো.-It would have been good if you could give it to me earlier.
14আমি অল্পকাল সেখানে ছিলাম-I was there for a short time.
15মিনা বলল যে, সে অসুস্থ-Meena said that she was ill.
16মানিকে মানিক চেনে-Diamond cuts diamond.
17দিন আনে দিন খায়-Live from hand to mouht.
18সে ভাত না খেয়ে কেবল পানি খায়-He drinks water without having rice.
19ঝমঝম করে বৃষ্টি আসিল -The rain came down in torrents .
20তুমি কি কখন কুয়াকাটা গিয়েছ?Have you ever been to Kuakata?
21তোমার এই কাজ করা উচিত ছিল-You should have done this work.
22বোবার শত্রু নেই-Closed mouth catches no fly.
23আমি তাকে দিয়ে কাজটি করলাম-I made him do the work.
24বরং মরিব আমি তবু চুরি করিব না-I would rather die than steal.
25সকলেই শান্তি চায় এবং অহিংসা পছন্দ করে-Everyone wants peace and likes the principles.
26শিশুটি হাসতে হাসতে আমার কাছে এল The baby come to me laughing.
27কিছু করার আগে ভাল করে ভেবে নাও-Look before you leap.
28তার এখানে কোন বদ্ধু নেই বললেই চলেHe has few friends here.
29তোমার বাবা কি করেন?What is your father?
30তার পেশা কি?What is he?
31ডাক্তার ডাকো-Call in a doctor.
32সে এক সপ্তাহ যাবত অসুস্থ-He has been ill for a week.
33এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম-Struggle this time is the struggle for liberation.
34তোমার পশুত্ব দমন কর-Check the beast in you.
35সে শুধু বোকা নয়, বাচালও বটে-He is not only foolish but also talkative.
36তিনি কদাচিৎ মিথ্যা কথা বলেন-He seldom tells a lie.
37আমি না হেসে পারলাম না-I could not but laugh.
38শুনা কথায় বিশ্বাস করিও না-Do not believe in hearsay.
39বইটি কেমন কাটছে-How is the book selling?
40বাক্যটি কেটে দাও-Pen through the sentence.
41বঙ্গবন্ধু বক্তৃতায় অদ্বিতীয় ছিলেন-As an orator Bangbondhu was second to none.
42স্বপ্ন হলো তাই, যা তোমাকে ঘূমাতে দেয় না- It’s dream which doesn’t let you sleep.{
43সে আশি বছর বেঁচে ছিল-He lives to be eighty.
44গরু ঘাস খেয়ে বাঁচে -The cow lives on grass.
45ঢাকা কোন দেশের রাজধানী-Which country is Dhaka capital of ?
46কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল-The authorities took him to task.
47সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছেIt has been drizzling since morning.
48তাকে আমার অসহ্য লাগে-He is a man after my heart.
49আমার তিল মাত্র সময় নেইI am sick of him?
50সে আমার মনের মত লোক-I cannot spare an instant.
51কখন অপরের নিন্দা করো না-Never speak ill of others.
52ছেলেটি তার পিতার মত-The boy takes after his father.
53ছেলেটি হাড়ে হাড়ে দুষ্ট-The boy is wicked to the backbone.
54দুঃখের প্রয়োজনীতা মধুর-Sweet are the uses of adversity.
55সে তোমাকে দিয়ে এটি করাতে পারে-He can make you do this.
56রাকিব সাঁতার কাটতে জানে-Rakib knows how to swim.
57ভাই ভাই ঠাঁই ঠাঁই-Brothers will part.
58মৃত্যুর সময়-অসময় নেইDeath follows no time.
59আজ খুব ঠান্ডা, তাই না Its very cold today, isn’t it ?
60গাছে এখনও ফল ধরে নাই-The tree has not yet borne fruit.
61আমি তাকে বুঝাতে চেষ্টা করব-I will try to make him understand.
62রাজশাহীতে প্রচুর আম জন্মে-Mangoes grow in plenty in Rajshahi.
63কি করে অংকটি করতে হয় তা তিনি আমাকে দেখালেন-He showed me how to do the sum.
64সেই কনকনে শীতে আমি কাঁপিতে লাগিলাম-I began to tremble in that biting cold.
65নেতা কার্যকর বক্তৃতা দিলেন-The leader gave a telling speech.
66সকালে পাখিরা কিছিরমিছির করে-Birts twitter at dawn.
67সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই-Man is the measure of all things.
68আমি আম পছন্দ করি-I like mangoes.
69এটি কি ভাবে করতে হয় তা জানি-I know how to do it.
70সে কলেরায় মারা গিয়েছে-He died of cholera.
71গোলাপ সুগন্ধি ফুল-The rose is a fragrant flower.
72আমি যদি রাজা হতাম-I wish I were a king.
73কাজটি আমি অবশ্যই করিয়ে নেবI must have the work done.
74গায়কের কন্ঠ খুব সুরেলা-The singer has a very sonorous voice.
75তুমি এখানে কার জন্য অপেক্ষা করছ? Who are you awaiting here?
76আমি তোমার কাছে ৫০ টাকা পাই-You owe me 50 taka.
77ট্রেনটি সময়মত চলছে-The train is running on time.
78তুমি পূর্বে কখনও রাজশাহী বিশ্ববিদ্যালয় গিয়েছ কি?Have you ever been to Rajshahi University?
79আমি থিয়েটারে তাকে দেখতে পেলাম=I caught sight of her at the theater.
80ওকে বসার জায়গা দাও-Please make room for her.
81তারা এখন খুব খুশী-They are over the moon now.
82তোমার বক্তৃতা সংক্ষেপে কর-Cut short your speech.
83কাজটি শেষ করা হোক-Let the work be done.
84আমরা ছোটবেলা থেকেই ইংরেজি শিখছি-We have been learning English since our childhood.
85তার বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে-His book has recently been published.
86নতুন করে শুরু কর-Start afresh.
87আমি ভাবি-Just I think.
88সততা সর্বোৎকৃষ্ট পন্থা-Honesty is the best policy.

 

প্রিয় পাঠক আমাদের সম্পূর্ণ পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি মনে করেন অন্যদের এই পোষ্টটি উপকারে আসবে তাহলে অবশ্যাই শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ওয়েব সাইটটি ভিজিট করলে আশা রাখি আপনার পছন্দমত আরো অনেক পোষ্ট উপহার দিতে পারব ইনশাআল্লাহ।

Online Exam

See More Post