Thursday, March 28, 2024
HomeBCSবাংলা ভাষা ও সাহিত্যবিসিএস কবি সাহিত্যিক প্রশ্ন এক কথায় উত্তর

বিসিএস কবি সাহিত্যিক প্রশ্ন এক কথায় উত্তর

বিসিএস কবি সাহিত্যিক প্রশ্নগুলো নেওয়া হয়েছে বিসিএস, বিশ্ববিদ্যালয়, সহকারী শিক্ষক পরীক্ষার প্রশ্ন পত্র থেকে। আশা করি আপনার উপকারে আসবে।


কাজী নজরুল ইসলাম

  1. কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যু সন→ ১৮৯৯-১৯৭৬ [জবি-ঘ ১১-১২]
  2. কাজী নজরুল ইসলাম প্রায় তিন বছর বাস করেন পাকিস্তানের→ করাচিতে [রাবি-ঘ ১৫-১৬]
  3. বিদ্রোহী কাব্যটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত→ অগ্নিবীণা [চবি-খ ০৩-০৪ ও বিসিএস ১৯,৩৩তম]
  4. ‘পদ্মগোখরা’ গল্পের রচিয়তা→ কাজী নজরুল ইসলাম [ বিসিএস ৩২তম]
  5. কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগদেন → ১৯১৭ [বেরোবি- ক ১৩-১৪]
  6. কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়→ ১৯৭৬ [কানইবি-ক ১৩-১৪]
  7. নজরুলের সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ কোনটি→ অগ্নিবীণা [হাবিপ্রবি-জি ১৫-১৬]
  8. নজরুলকে রবীঠাকুর কোন কাব্য নাট্যটি উৎসর্গ করেন→ বসন্ত [পবি-গ ১৩-১৪]
  9. ‘সাম্যবাদী’ কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত→ সাম্যবাদী [কুবি-খ ১৫-১৬]
  10. নজরুলের প্রথম উপন্যাস কোনটি→ বাধঁনহারা [রাবি-খ ০৭-০৮]
  11. ‘রাজবন্ধীর জবানবন্ধী’ নজরুলের কোন ধরনেরগ্রন্থ→ প্রবন্ধ [রাবি-ই ১৩-১৪]
  12. নজরুল কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন→ আনন্দময়ীর আগমনে [চবি-ঙ ০৫-০৬]
  13. নজরুলের প্রথম প্রকাশিত কবিতা কোনটি→ মুক্তি [চবি জ ০৭-০৮]
  14. নজরুলের বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়→ মোসলেম ভারতে [চবি ক ০৮-০৯]
  15. ‘মৃত্যুক্ষুধা’ নজরুলের কোন ধরনের রচনা→ উপন্যাস [চবি-ঘ ১৫-১৬ ও বিসিএস ২৪,২৬তম]
  16. ‘লাঙ্গল পত্রিকা’র সম্পাদক→ কাজী নজরুল [ইবি-ছ ০৪-০৫]
  17. নজরুলের প্রথম প্রকাশিত রচনা→ বাউন্ডোলের আত্মকাহিনী [ইবি-চ ০৪-০৫]
  18. বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়→ ১৯২১ [ইবি-ছ ০৫-০৬]
  19. বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয়→ সাপ্তাহিক বিজলী পত্রিকায় [ইবি-খ ০৯-১০]
  20. কত বছর বয়েসে নজরুল বাকশক্তি হারিয়ে ফেলেন→ ৪৩ বছর [কানইবি-ক ১৫-১৬]
  21. কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন→ ১৯৭৬ [চবি-ঘ ১১-১২]
  22. কাজী নজরুল ইসলাম কত সালে পদ্মভূষণ উপাধী পান→ ১৯৬০ [বেরোবি-এ ১৬-১৭]
  23. কাজী নজরুল ইসলামের ধুমকেতু কোন ধরনের প্রকাশনা→ পত্রিকা [জবি-খ ১৩-১৪]
  24. ‘অগ্নিবীণা কাব্যে’র প্রথম কবিতা→ প্রলয়োল্লাস [ বিসিএস ১০,২৯,ও ৩৮তম]
  25. কোনটি নজরুলের প্রবন্ধগ্রন্থ → রুদ্রমঙ্গল [জাবি-এফ ১৪-১৫]
  26. ‘এ কি অপরুপরুপে তোমায় হেরিনু পল্লী জননী’ রচিয়তা→ কাজী নজরুল [ চবি-ঙ ০৪-০৫]
  27. ‘বিষের বাঁশি’ কে রচনা করেন→ কাজী নজরুল ইসলাম [ ইবি-গ ০৪-০৫]
  28. কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ→ ১১ জৈষ্ঠ্য [ হাবিপ্রবি-ই ১৩-১৪]
  29. ‘সঞ্চিতা’ কোন কবির রচনা→ কাজী নজরুল ইসলাম [ চবি-ডি ১২-১৩ ও বিসিএস ২৪তম]
  30. ‘খুকী ও কাঠবিড়ালী’ কবিতাটি কার লেখা→ কাজী নজরুল ইসলাম [ রাবি-এ ১৩-১৪]
  31. ‘দারিদ্র’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত→ সিন্ধু হিন্দোল [ খুবি-খ ১০-১১ ও বিসিএস- ২৪তম]
  32. ‘ফণি-মনসা’ কাব্যের রচিয়তা→ কাজী নজরুল ইসলাম [ বিসিএস- ২৪ তম]
  33. কাজী নজরুল ইসলাম ঢাকায় আসেন→ ১৯২৬ [ বিসিএস- ৮তম]

রবীন্দ্রনাথ ঠাকুর: বিসিএস কবি সাহিত্যিক প্রশ্ন এক কথায় উত্তর 

  1. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পান → গীতাঞ্জলি [ রাবি-ক ১৩-১৪]
  2. রবী ঠাকুরের অতি প্রাকৃত গল্প → ক্ষুধিত পাষাণ [বিসিএস ২৮তম]
  3. কোন জমিদারি শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের ভাগে পড়ে→ শাহজাদপুর [ রাবি-ঘ ১৫-১৬]
  4. রবীন্দ্রনাথ নজরুলকে কোন নাটকটি উৎসর্গ করেছিলেন→ বিসর্জন [ জাবি-ক ১২-১৩]
  5. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি→ বৌ-ঠাকুরাণীর হাট [ খুবি-গ ০৯-১০]
  6. রবীন্দ্রনাথ কোন কাব্যের নামকরণ করে যেতে পারেননি→ শেষ লেখা [ কুবি-খ ১২-১৩]
  7. রবীন্দ্রনাথ ঠাকুর কবে মুত্যুবরণ করেন→ ২২ শ্রাবণ ১৩৪৮ [ কুবি-বি ১৫-১৬]
  8. বাংলা সাহিত্যের ছোট গল্পের জন্ম কার মধ্যমে হয়েছে → রবীন্দ্রনাথ ঠাকুর [ হাবিপ্রবি-ডি ১৫-১৬]
  9. ‘রক্তকরবী’ কোন ধরনের রচনা→ নাটক [ঢাবি-গ ৩-৪ ও বিসিএস ৩২তম]
  10. রবীঠাকুর এশীয়দের মধ্যে কততম নোবেল বিজয়ী→ প্রথম [ঢাকি-ক ১০-১১]
  11. ‘রাজা’ নাটকটি কত সালে প্রকাশিত→ ১৯১০ [জাবি-গ ১১-১২]
  12. রবীঠাকুরের ‘গীতাঞ্জলি’ ইংরেজি অনুবাদ করেন→ ডাবিøউ বি ইয়েটস [বিসিএস ৩৩তম]
  13. রবীঠাকুরের অতি প্রকৃত গল্প→ ক্ষুধিত পাষাণ [বিসিএস ২৮তম]
  14. ‘শেষের কবিতা’ কোন ধরনের রচনা→ উপন্যাস [রাবি-ক ০৯-১০ ও বিসিএস ২৮তম]
  15. রবী ঠাকুরের ‘সোনারতরী’ কবিতা যে ছন্দে রচিত→ মাত্রাবৃত্ত [বিসিএস ৩০দম]
  16. ‘ঘরেবাইরে’ উপন্যাসের রচয়িতা→ রবীন্দ্রনাথ ঠাকুর[বিসিএস ১৬,৩৪তম]
  17. ঢাকা বিশ্ববদ্যিালয়ে রবী ঠাকুরকে ‘ডিলিট’ উপাধি দেয় → ১৯৩৬ [রাবি-ঘ ১৩-১৪]
  18. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য কোনটি→ বনফুল [চবি-ক ০৩-০৪]
  19. ‘চন্দরা’ চরিত্রের ¯্রষ্টা কে → রবীন্দ্রনাথ ঠাকুর [৩৮তম বিসিএস]
  20. রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেননি→ মহাকাব্য [চবি-ঙ ০৭-০৮]
  21. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর কোন কাব্য প্রকাশিত হয়→ শেষ লেখা [চবি-ঙ ০৮-০৯]
  22. ‘জীবনস্মৃতী’ কার আত্মজীবনী গ্রন্থ → রবীঠাকুরের [চবি-ঙ ১১-১২]
  23. ‘ভানুসিংহ’ ছদ্ম নাম লিখতেন→ রবীন্দ্রনাথ ঠাকুর [চবি-ক ১২-১৩]
  24. ‘সঞ্চয়িতা’ গ্রন্থের রচয়িতা কে → রবীন্দ্রনাথ ঠাকুর [চবি-খ ১৩-১৪ ও বিসিএস ২৩তম]
  25. ‘সভ্যতার সংকট’ গ্রন্থের রচয়িতা→ রবীন্দ্রনাথ ঠাকুর [খুবি-ক ০৯-১০]
  26. বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক→ রবীন্দ্রনাথ ঠাকুর [ইবি-ক ১৩-১৪]
  27. ‘আমি এ কথা, এ ব্যাথা, সুখ ব্যাকুলতা কাহার চরণ তলে দিব নিছনি’-এখানে নিছনি ব্যবহৃত হয়েছে→ পূজা অর্থে [ বিসিএস-৩৭তম]
  28. রবী ঠাকুরের পূর্ব পুরুষের আদি নিবাস→ খুলনা জেলার রুপসা উপজেলা [ বিসিএস-৩৫তম]
  29. ‘সন্ধারাগে ঝিলিমিলি ঝিলমের ¯্রােত খানি বাকা’- যে কাব্যের কবিতা→ বলাকা [বিসিএস-২৫তম]
  30. রবী ঠাকুরের জন্ম শত বার্ষিকী পালিত হয়→ ১৯৬১ সালে [বিসিএস-১৩তম]
  31. ‘পূরবী’ কাব্যের রচয়িতা→ রবীন্দ্রনাথ ঠাকুর
  32. কোনটি রবীন্দ্রনাথের রচনা নয় → গৃহদাহ [ইবি-খ ১৩-১৪]
  33. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান→ ১৯১৩ [হাবিপ্রবি-গ ১৪-১৫]
  34. ‘রাশিয়ার চিঠি’ রবী ঠাকুরের কোন ধরনের রচনা→ ভ্রমণকাহিনী [খুবি-খ ১৫-১৬]
  35. রবীন্দ্রনাথ ঠাকুর স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ্য করে কী রচনা করেন→নৈবেদ্য
  36. রবী ঠাকুরের প্রথম ছোটগল্প→ ভিখারিণী
  37. রবী ঠাকুরের রাজনৈতিক উপন্যাস→ গোরা

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

  1. বাংলা উপন্যাসের জনক→ বঙ্কিমচন্দ্র [চবি-গ ১৫-১৬,ইবি-সি ১৩-১৪]
  2. বাংলা সাহিত্যের সাহিত্য স¤্রাট→ বঙ্কিমচন্দ্র [চবি-ঘ ১৫-১৬, ভাসানি- ডি ১৪-১৫,ইবি-সি ১৩-১৪]
  3. বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম→ বঙ্গদর্শন [রাবি-এ ১৪-১৫, হাবিপ্রবি-সি ১৫-১৬,ঢাবি-ঘ ১৩-১৪]
  4. বঙ্কিমচন্দ্র রচিতগ্রন্থ → কৃষ্ণকান্তের উইল [ইব-১১-১২]
  5. প্রথম প্রকৃত বাংলা উপন্যাস→ দুর্গেশনন্দিনী [বেরোবি-বি১২-১৩]
  6. সাম্য গ্রন্থের রচয়িতা→ বঙ্কিমচন্দ্র [ববিপ্রবি-ই ১৪-১৫,বিসিএস ৪০ তম]
  7. কমলা কান্তের জবান বন্দি প্রথম প্রকাশিত হয়→ ফাল্গুন সংখ্যায় [ববিপ্রবি-এফ ১৪-১৫]
  8. ‘লোকরহস্য’ বইটির লেখক→ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় [কাবি-ক ১৫-১৬]
  9. ‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক→ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় [বিসিএস ৩১তম]
  10. ‘কাঁঠালপাড়া’য় জন্ম গ্রহণ করেন→ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় [জবি-ক ১২-১৩,বিসিএস ৩০তম]
  11. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশা জীবন শুরু করেন→ ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে [চবি-ঙ ০৯-১০]
  12. কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস→ কপাল কুন্ডলা
  13. কোনটি বঙ্কিমচন্দ্রের জন্মসন→ ১৮৩৮

বেগম রোকেয়া সাখাওয়াত: বিসিএস কবি সাহিত্যিক প্রশ্ন এক কথায় উত্তর 

  1. বেগম রোকেয়ার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ → অবরোধবাসিনী [ঢাবি-গ ১০-১১]
  2. অবরোধবাসিনী প্রকাশিত হয়→ ১৯২৮ [ঢাবি-গ,চবি-সি ১২-১৩]
  3. বেগম রোকেয়ার জন্ম মৃত্যু সন→ ১৮৮০-১৯৩২ [ঢাবি-ক ০৯-১০]
  4. বেগম রোকেয়া রচনা করেন→ পদ্মরাগ [ঢাবি-গ ১৪-১৫,জাবি-গ ১১-১২ও পাবি-গ ১৪-১৫]
  5. অবরোধবাসিনী বইয়ের আলোচ্য বিষয়→ পর্দাপ্রথা [রাবি-বি ১৪-১৫]
  6. রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রবন্ধের বই→ মতিচূর [রাব-িঘ ১৪-১৫,কুবি-খ ১৫-১৬]
  7. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘সুলতানার স্বপ্ন’→ একটি উপন্যাস [রাবি-ঘ ১৫-১৬]
  8. বেগম রোকেয়ার পুরোনাম→ রোকেয়া সাখাওয়াত হোসেন [চবি-খ ০৬-০৭]
  9. বেগম রোকেয়ার জন্মস্থান→ রংপুর জেলায় [চবি-খ ১১-১২]
  10. ‘স্ত্রী জাতির অবনতি’ প্রবন্ধে আলোচিত হয়েছে→ মানুষিক দাসত্ব [চবি-ঘ ১১-১২]
  11. ‘অর্ধাঙ্গী’ রচনাটি লেখেন→ বেগম রোকেয়া [চবি-খ ১১-১২]
  12. বেগম রোকেয়ার লেখা প্রকাশিত হতো→ মিসেস আর এস হোসেন নামে [বেরোবি-১১-১২]
  13. কোনটি রোকেয়া সাখাওয়াতের রচনা নয় → নবদম্পতির প্রেমালাপ [বেরোবি-১১-১২]
  14. কোনটি বেগম রোকেয়ার উপন্যাস→ পদ্মরাগ [বেরোবি-ক ১২-১৩]
  15. বেগম রোকেয়ার সমাধি→ কলকাতায় [বেরোবি-ক ১৩-১৪]
  16. বেগম রোকেয়ার জন্ম হয়েছে→ পায়রাবন্দ গ্রামে [কাবি-এ ১৩-১৪]
  17. বেগম রোকেয়ার জীবনের শুরুতে ছিলেন→ অন্তঃপুরবাসিনী [কাবি-ক ১৫-১৬]
  18. মুসলিম নারী জাগরণের অগ্রদূত→ বেগম রোকেয়া

মানিক বন্দ্যোপাধ্যায়

  1. ‘দিবারাত্রির কাব্য’ উপন্যাসের লেখক → মানিক বন্দ্যোপাধ্যায় [বিসিএস-৩৩তম]
  2. কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি চরিত্র→ হোসেন মিয়া [ চবি-ডি ১৫-১৬]
  3. ‘ও মাসি ও পিসি রাখো রাখো। খপর আছে শুনে যাও’- উক্তিটি→ মানিক বন্দ্যোপাধ্যায় [রাবি]
  4. ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের উপজীব্য → জেলে জীবনের সুখ-দুঃখ [বিসিএস-১৩তম]
  5. ‘পুতুলনাচের ইতিকথা’ রচয়িতা→ মানিক বন্দ্যোপাধ্যায়
  6. ‘ছোট বকুলপুরের যাত্রী’ গ্রন্থের রচয়িতা→ মানিক বন্দ্যোপাধ্যায়
  7. ‘আত্মহত্যার অধিকার’ এর লেখক→ মানিক বন্দ্যোপাধ্যায়
  8. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস→ জননী
  9. ‘পদ্মা নদীর মাঝি’ প্রকাশিত হয়→ পূর্বাশা পত্রিকায়

জীবনানন্দ দাশ

  1. ‘সকলেই কবি নয় কেউ কেউ কবি’- উক্তিটি → জীবনানন্দ দাশের [পাবি-সি ১৫-১৬]
  2. জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ → কবিতার কথা [ বিসিএস-২৮তম]
  3. জীবনানন্দ দাশের জন্ম স্থান→ বরিশাল [বিসিএস-১৬তম]
  4. রবি ঠাকুর ‘চিত্ররূপময়’ বলেছেন কার কবিতাকে→ জীবনানন্দ দাশের [চবি-ডি ১৫-১৬]
  5. জীবনানন্দ দাশের রচিত কাব্য গ্রন্থ → ধূসর পাÐুলিপি [ বিসিএস-১৩তম]
  6. রূপসী বাংলার কবি→ জীবনানন্দ দাশ [বিসিএস-১২তম]
  7. ‘সপ্তম দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে’- উক্তিটি → জীবনানন্দ দাশের
  8. ‘বনলতা সেন’ রচনা করেন→ জীবনানন্দ

মাইকেল মধুসূদন দত্ত: বিসিএস কবি সাহিত্যিক প্রশ্ন এক কথায় উত্তর 

  1. মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য → বীরঙ্গণা [বিসিএস-১২ও ৩৬তম, চবি-খ ৫-৬]
  2. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক→ মাইকেল মধুসূদন দত্ত [ বিসিএস-২৫তম]
  3. ‘মেঘনাদবধ’ কাব্য ইংরেজিতে অনুবাদ করেন→ রাজনারায়ণ বসু
  4. মাইকেল মধুসুদন দত্তের ‘বঙ্গভাষা’ কবিতাটি রচিত→ অক্ষরবৃত্ত ছন্দে [রাবি-খ ১৪-১৫]
  5. মাইকেল মধুসূদন দত্ত জন্ম গ্রহণ করেন→ ১৮২৪ [জাবি,ঢাকা]
  6. বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক→ মাইকেল মধুসুদন দত্ত [ঢাবি-গ ০২-০৩, রাবি-গ ৭-৮]
  7. বঙ্গভাষা সনেট প্রথমে লেখা হয়→ কবি মাতৃভাষা নামে [ঢাবি-ক ৭-৮]
  8. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক→ কৃষ্ণকুমারী [রাবি-ক ৭-৮]
  9. মাইকেল মধুসূদন জন্ম গ্রহণ করেন→ সাগরদাঁড়ি গ্রামে [রাবি-৬-৭]
  10. পৃথিবীতে সর্ব প্রথম সনেট রচনা করেন→ পের্ত্রাক [রাবি-৬-৭, চবি-ঙ ৩-৪]
  11. বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা→ মাইকেল মধুসূদন দত্ত [রাবি-গ ৭-৮, চবি-ঘ ৭-৮]
  12. ‘একেই কি বলে সভ্যতা’ এর রচয়িতা→ মাইকেল মধুসূদন দত্ত [রাবি ৮-৯]
  13. মধুসূদন দত্তের রচনা নয় → আমার পূর্ব বাংলা [রাবি ৮-৯]
  14. আধুনিক বাংলা কবিতার জনক→ মাইকেল মধুসূদন দত্ত [রাবি ০৯-১০]
  15. ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ রচনাটি→ মাইকেল মধুসূদনের [রাবি-ক ১১-১২]
  16. গোলাম মুরশিদ রচিত ‘আশার ছলনে ভুলি’ বইটি→ মধুসূদনের জীবনী [রাবি-ক ১৩-১৪]
  17. কপোতাক্ষ নদকে মাতৃ দুগ্ধের সঙ্গে তুলনা করেন→ মাইকেল মধুসূদন দত্ত [রাবি-ই ১৩-১৪]
  18. মাইকেল মধুসূদন দত্ত লন্ডন গিয়েছিলেন→ সাহিত্য অধ্যায়নের জন্য [রাবি-ঘ ১৫-১৬]
  19. মাইকেল মধুসূদন বিবাহ করেছিলেন→ চেন্নাইতে [রাবি-ঘ ১৫-১৬]
  20. অমিত্রাক্ষর ছন্দের মানে হলো→ যে কবিতার অন্তমিল নেই [রাবি-ঘ ১৫-১৬]
  21. মাইকেল মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দ যে কবির রচনার অনুসৃতি→ মিলটন [চবি-ঘ ১৫-১৬]
  22. ‘রেখোমা দাসেরে মনে’ চরণটির রচয়িতা→ মাইকেল মধুসূদন দত্ত [চবি-গ ১২-১৩]
  23. ‘ক্যাপটিভ ল্যাডি’ রচনা করেন→ মাইকেলমধুসূদন দত্ত [চবি-ক ১০-১১]
  24. চতুর্দশপদী কবিতার রচয়িতা→ মধুসূদন দত্ত [চবি-ঘ ১০-১১]
  25. ‘টিমোথিম পেনপয়েম’ ছদ্ম নামে কবিতা লিখতেন→ মাইকেল মধুসূদন দত্ত [চবি-ঙ ১০-১১]
  26. মাইকেল মধুসূদনের লেখা নয় → সধবার একাদশী [চবি-খ ০৯-১০]
  27. মাইকেল মধুসূদন দত্তের রচনা→ একেই কি বলে সভ্যতা [চবি-জ ৯-১০]
  28. মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ → তিলোত্তমাসম্ভব কাব্য [চবি-চ ৮-৯]
  29. মাইকেল মধুসূদন দত্ত যে শতকের কবি→ ঊনিশ [ বেরোবি-ঘ ১৪-১৫, হাবিপ্রবি-গ ১৫-১৬]
  30. কোনটি মধুসূদন দত্তের কবিতা→ বঙ্গভাষা [চবি-ঘ৭-৮]
  31. বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার পথিকৃৎ → মধুসূদন দত্ত [খুবি-ক ১১-১২]
  32. মাইকেল মধুসূদনের প্রথম সনেট→ বঙ্গভাষা [ইবি-ছ ৪-৫, হাবিপ্রবি-গ ১৫-১৬]
  33. বাংলা সাহিত্যের প্রথম সার্থক সনেট লেখক→ মাইকেল মধুসূদন দত্ত [ইবি-গ ৪-৫]
  34. বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক→ মাইকেল মধুসূদন দত্ত [খুবি ১১-১২]
  35. মাইকেল মধুসূদন দত্ত মৃত্যু বরণ করেন→ কলকাতায় [ ইবি-চ ৪-৫]
  36. মাইকেল মধুসূদন দত্তের দেশ প্রেমের প্রকাশ ঘটেছে → সনেটে [ইবি-গ ৫-৬]
  37. কপোতাক্ষ নদ যে জাতীয় কবিতা→ সনেট  [বেরোবি-খ ১৩-১৪]
  38. মাইকেল মধুসূদন দত্তের প্রথম বিয়োগান্তক নাটক→ কৃষ্ণকুমারী [বঙ্গবন্ধু-ঘ ১৪-১৫]
  39. ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ যে জাতীয় রচনা→ প্রহসন [হাবিপ্রবি-ই ১৪-১৫]
  40. মেঘনাদবধ কাব্য কত সালে প্রকাশিত হয়→ ১৮৬১ সালে [বিসিএস ৩৮তম, হাবিপ্রবি-ই ১৩-১৪]
  41. আধুনিক বাংলা কবিতার জনক→  মাইকেল মধুসূদন দত্ত [হাবিপ্রবি-জি ১৫-১৬, পাবি-গ ১৪-১৫]
  42. পদ্মাবতী নাটকের লেখক→ মাইকেল মধুসূদন দত্ত [কুবি-খ ১২-১৩]
  43. সনেট হলো→ কবিতার রূপকল্পের নাম [নজরুল-ক ১৫-১৬]
  44. মেঘনাদবধ কাব্যের কাহিনী নেওয়া হয়েছে→ রামায়ণ হতে

সুফিয়া কামাল

  1. সুফিয়া কামালের জন্ম কত সালে → ১৯১১ সালে [রাবি-৫-৬]
  2. সুফিয়া কামালের পৈত্রিক নিবাস কোথায় → কুমিল্লায় [ঢাবি, ঘ-১৩-১৪]
  3. কোনটি বেগম সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয় → ছায়া হরিণ [জাবি, বি ১৬-১৭]
  4. বাংলাদেশের শ্রেষ্ঠ  মহিলা কবি কে → সুফিয়া কামাল [রাবি, খ-৭-৮]
  5. বেগম সুফিয়া কামালের রচিত গ্রন্থের নাম → উদাত্ত পৃথিবী [রাবি, ক- ৭-৮]
  6. সুফিয়া কামালের জন্ম স্থান কোথায় → বরিশাল [রাবি, এ ১৩-১৪]
  7. ‘উচ্চ মাধ্যমিক বাংলা সংকলনে’ সংলাপ-প্রধান কবিতা কোনটি → তাহারেই পড়ে মনে [চবি, ১৫-১৬]
  8. সুফিয়া কামালের কোন তথ্যটি সঠিক → তাঁর স্বামীর নাম নেহাল হোসেন  বেরোবি, এ ১৫-১৬]
  9. সাঁঝের মায়া কার লেখা→ বেগম সুফিয়া কামালের [ হাবিপ্রবি, সি ১৩-১৪]

সুকান্ত ভট্টাচার্য

  1. সুকান্ত ভট্টাচার্য এর লেখা কোনটি → হরতাল [রাবি, গ ৭-৮]
  2. সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থ কোনটি → আকাল [ঢাবি, ঘ ১৪-১৫]
  3. কোনটি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্য কর্ম নয় → একমুঠো [জাবি-১২-১৩]
  4. সুকান্ত ভট্টাচার্য রচনা করেন → ছাড়পত্র, ঘুমনেই, পূর্বাভাস, মিঠেছড়া [ জাবি, সি ১৪-১৫]
  5. সুকান্ত ভট্টাচার্য এর লেখা কোনটি → ছাড়পত্র [রাবি, খ ৭-৮]
  6. সুকান্ত ভট্টাচার্য কত বছরে মারা যান → একুশ [রাবি, এ ১৫-১৬]
  7. ‘পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’- এটি কার উক্তি ?→ সুকান্ত ভট্টাচার্য [চবি, ঙ ১২-১৩]
  8. সুকান্ত ভট্টাচার্যের পৈত্রিক নিবাস কোথায় → গোপালগঞ্জ [চবি, বি ১৬-১৭]
  9. বাংলা সাহিত্যের কিশোর কবি কে ? → সুকান্ত ভট্টাচার্য [কানইবি, ক ১৬-১৭]
  10. ত্রিশের কবি নন → সুকান্ত ভট্টাচার্য [ইবি, খ ৫-৬]
  11. ‘হরতাল’ সুকান্ত ভট্টাচার্যের কী ধরনের রচনা → কাব্য [কুবি, এ ১৩-১৪]
  12. সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ নয়→ সারাদুপুর [কুবি, বি ১৫-১৬]

কবি শামসুর রাহমান

  1. কবি শামসুর রাহমানের ‘বন্দি শিবির থেকে’ প্রকাশিত হয় → ১৯৭২ সালে [ঢাবি, গ ৬-৭]
  2. ২০০৬ সালের আগস্ট মাসের যে তারিখে কবি শামসুর রাহমানের মৃত্যু হয় →  ১৭ [ঢাবি, গ ৬-৭]
  3. ‘মাতাল ঋত্বিক’ কার রচনা → শামসুর রাহমান [ঢাবি, ক ১৪-১৫]
  4. ‘পাড়াতলী’ গ্রামে কোন কবি জন্ম গ্রহণ করে → শামসুর রাহমান [৩০তম- বিসিএস]
  5. ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ কাব্যগ্রন্থের লেখক কে → শামসুর রাহমান [ঢাবি, গ ১৪-১৫]
  6. ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতার লেখক → শামসুর রাহমান [ঢাবি, চ ১৪-১৫]
  7. কোনটি শামসুর রাহমানের রচনা → ফিরিয়ে নাও ঘাতক কাঁটা [জাবি, গ ১১-১২]
  8. ‘আসাদের শার্ট’ কবিতাটির লেখক কে → শামসুর রাহমান [৩৭তম- বিসিএস]
  9. কোনটি শামসুর রাহমানের কাব্য →  রৌদ্র করোটিতে [রাবি. এ ১৩-১৪]
  10. ‘বন্দী শিবির থেকে’ কোন অর্থজ্ঞাপক → অবরুদ্ধ সময়ের জীবন [রাবি, এ ১৩-১৪]
  11. কোনটি শামসুর রাহমানের কাব্য নয় → পাতালে হাসপাতাল [রাবি, এ ১৩-১৪]
  12. কোনটি শামসুর রাহমানের কাব্য নয় → অনেক আকাশ [চবি, খ ৬-৭]
  13. শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি → প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে [চাবি, খ ১০-১১]
  14. ‘স্মৃতির শহর’ কার রচনা → শামসুর রাহমান [চবি,ঘ ১২-১৩]
  15. কোনটি শামসুর রাহমানের রচনা → নিরালোকে দিব্যরথ [২০তম- বিসিএস]
  16. ‘স্মৃতির শহর’ কোন শ্রেণির রচনা → অটোবায়োগ্রাফি [ চবি, ই ১৩-১৪]
  17. নাগরিক কবি কাকে বলা হয় → কবি শামসুর রাহমানকে [জাকনইবি, এ ১৩-১৪]
  18. কর্ম জীবনে কবি শামসুর রাহমান ছিলেন → সাংবাদিক [ইবি, সি ১৩-১৪]
  19. কোনটি শামসুর রাহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ → কালের ধুলায় লেখা  [শেমবি, ডি ১৩-১৪]
  20. ‘অক্টোপাস’ উপন্যাসের লেখক কে→ শামসুর রাহমান [ প্রাইমারি শিক্ষক পরীক্ষা-১৫]

সৈয়দ শামসুল হক

  1. সদ্য প্রয়াত সব্যসাচী লেখক→ সৈয়দ শামসুল হক [রাবি ১৬-১৭]
  2. কোনটি সৈয়দ শামসুল হকের রচনা → নীল দংশন  [ বেরোবি, বি ১৬-১৭]
  3. ‘নূরলদীনের সারাজীবন’ কোন ধরনের গ্রন্থ → কাব্যনাটক [চবি, বি ১৬-১৭]
  4. ‘পরানের গহীন ভিতর’ কবিতাটি কার লেখা→ সৈয়দ শামসুল হক [খুবি, ঘ ১৬-১৭]
  5. কোন কবি সব্যসাচী লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন→ সৈয়দ শামসুল হক [বেরোবি, সি ১৬-১৭]
  6. সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন → কুড়িগ্রাম  [ বেরোবি ১৬-১৭]
  7. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কোন জাতীয় রচনা → কাব্যনাট্য [কুবি, বি ১৬-১৭]

সৈয়দ ওয়ালীউল্লাহ

  1. ‘তরঙ্গভঙ্গ’ সৈয়দ ওয়ালীউল্লাহর একটি →  নাটক [ঢাবি,গ ১৩-১৪]
  2. সৈয়দ ওয়ালীউল্লাহ এর ‘সুড়ঙ্গ’ একটি → নাটক [রাবি, ৮-৯]
  3. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস → কাঁদো নদী কাঁদো [রাবি ১৫-১৬, চবি, জি ১৭-১৮]
  4. সৈয়দ ওয়ালীউল্লাহর জন্ম মৃত্যু সাল →১৯২২-১৯৭১ [রাবি ১৫-১৬]
  5. চাঁদের অমাবস্যার রচয়িতা কে → সৈয়দ ওয়ালীউল্লাহ [রাবি ১৫-১৬]
  6. সৈয়দ ওয়ালীউল্লাহ জন্ম গ্রহণ করেন → চট্টগ্রামে [চবি, ই ১৩-১৪]
  7. চাঁদের অমাবস্যা কী জাতীয় রচনা → উপন্যাস [ চবি, ঙ ৩-৪]
  8. ‘কাঁশবনের কন্যা’ কার রচনা → সৈয়দ ওয়ালীউল্লাহ [২৪তম বিসিএস]
  9. সৈয়দ ওয়ালীউল্লাহর বিখ্যাত গ্রন্থ → লালসালু [চবি, বি ১৩-১৪]
  10. ‘বহিপীর’ কার রচনা → সৈয়দ ওয়ালীউল্লাহ [চবি, বি ১৩-১৪, রাবি ৪-৫]
  11. কোন ঔপন্যাসিক ফ্রান্সে অবস্থানকালে বাংলা ভাষায় উপন্যাস রচনা করেন → সৈয়দ ওয়ালীউল্লাহ
  12. দুই তীর ও অন্যান্য গল্পের রচয়িতা → সৈয়দ ওয়ালীউল্লাহ [চবি, ডি ১৫-১৬]
  13. সৈয়দ ওয়ালীউল্লাহ কত বছর বেঁচেছিলেন → ৪৯ [ চবি, বি ১৫-১৬]
  14. সৈয়দ ওয়ালীউল্লাহর কোন সাহিত্য কর্মটি অন্য তিনটি থেকে ভিন্ন → দুই তীর [খুবি, ১০-১১]
  15. সৈয়দ ওয়ালীউল্লাহ কর্মসূত্রে মুক্তিযুদ্ধে সক্রিয় ভুমিকা পালন করেন → প্যারিস থেকে [ইবি, বি ১৪]
  16. করাচির বেতার কেন্দ্রের বার্তা বিভাগে চাকুরি করেন → সৈয়দ ওয়ালীউল্লাহ [ইবি, বি ১৩-১৪]
  17. ‘লালসালু’ কোন ধরনের উপন্যাস → সামাজিক [বমেমুরবিপ্রবি, ডি ১৬-১৭]
  18. ‘নয়নচারা’ গল্পগ্রন্থটি কার → সৈয়দ ওয়ালীউল্লাহ [মাভবি, বি ১৩-১৪]
  19. সৈয়দ ওয়ালীউল্লাহর অবিস্মরণীয় সৃষ্টি → লালসালু [হাবিগ্রবি, সি ১৫-১৬]
  20. সৈয়দ ওয়ালীউল্লাহ লালসালু উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় → ১৯৪৮ হাবিপ্রবি, জি ১৫-১৬]
  21. ফরাসি ও ইংরেজি ভাষায় অনুদিত সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাসের নাম → লালসালু [রাবি ৮-৯]
  22. লালসালু উপন্যাসের উপজীব্য বিষয় → ধর্মীয় ভন্ডারি নিখুঁত চিত্র [সহকারি সচিব-১৬]
  23. মজিদ ও বিদ্রোহী বালিকা বধু জমিলা কোন উপন্যাসের চরিত্র → লালসালু [নাসিং-১৭]
  24. ‘ঠগ পীরের পানি পড়ায় কি কোন কাম হয়’ লালসালু অনুসারে কার উক্তি → আক্কাসের ।
  25. নিচের কোনটি ঠিক → বহিপীর (নাটক) [২৪তম বিসিএস]

আখতারুজ্জামান ইলিয়াস

  1. ‘দোজখের ওম’ আখতারাজ্জামানের কী জাতীয় রচনা → গল্পগ্রন্থ  [বেরোবি ১৬-১৭]
  2. ‘সংস্কৃতির ভাঙ্গা সেতু’ গ্রন্থটি কার→ আখতারুজ্জামান ইলিয়াস [ ২০তম বিসিএস]
  3. ‘মিলির হাতে স্টেনগান’ গল্পটি কার রচনা → আখতারুজ্জামান ইলিয়াস [ ৩৫ তম বিসিএস]
  4. দোযখের ওম গ্রন্থটির রচয়িতা কে → আখতারুজ্জামান ইলিয়াস [ ইবি, বি ১৬-১৭]
  5. ‘দুধে ভাতে উৎপাত’ এর রচয়িতা কে → আখতারুজ্জামান ইলিয়াস [২৩ তম বিসিএস]
  6. ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটি কার → আখতারুজ্জামান ইলিয়াস

কবি সাহিত্যিক: বিসিএস কবি সাহিত্যিক প্রশ্ন এক কথায় উত্তর 

  1. লোক সাহিত্য কাকে বলে→ লোখের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ইত্যাদিকে [শিক্ষক-২০১৮]
  2. গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’ বাংলায় কে অনুবাদ কলেন → সৈয়দ আলী আহসান [শিক্ষক-২০১৩]
  3. ‘পথের দাবী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি → উপন্যাস [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
  4. ‘এই সব দিনরাত্রি’ নাটকটির লেখক কে → হুমায়ুন আহমেদ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
  5. ‘বিষের বাঁশি’ কাজী নজরুল রচিত একটি →কাব্য [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
  6. মুনীর চৌধুরী রচিত ‘কেউ কিছু বলতে পারে না’ একটি → অনুবাদ নাটক [সহকারী শিক্ষক-২০১৩]
  7. ‘জাহান্নাম হইতে বিদায়’ শওকত ওসমান রচিত একটি →উপন্যাস [সহকারী শিক্ষক-২০১৩]
  8. ‘বসন্তকুমারী’ নাটক কার রচনা →মীর মোশাররফ হোসেন [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
  9. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন → নজরুল ইসলাম [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
  10. ‘আব্দুল্লাহ’উপন্যাসের লেখকের নাম কি →কাজী ইমদাদুল হক [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
  11. ‘ছোটদের অভিনয়’ নাটকটি কে রচনা করেছেন →আল কামাল আব্দুল ওহাব [শিক্ষক-২০১৩]
  12. ‘বিচ্ছিন্ন প্রতিলিপি’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে → মাযহারুল ইসলাম [সহকারী শিক্ষক-২০১৩]
  13. ‘মায়াবী প্রহর’ নাটকটি কার রচনা → আলাউদ্দিন আল আজাদ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
  14. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে →বিহারী লাল চক্রবত্রী [সহকারী শিক্ষক-২০১৩]
  15. মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ’ কাব্যের উৎস কি →রামায়ণ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
  16. ‘গৃহদাহ’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রর নাম কি →সুরেশ ও অচলা [সহকারী শিক্ষক-২০১৩]
  17. বাংলা সাহিত্য  ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন →বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় [সহকারী শিক্ষক-২০১৩]
  18. শওকত ওসমানের রচনা কোনটি → জননী [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
  19. ‘নীল লোহিত’ কার ছদ্মনাম → সুনীল গঙ্গোপাধ্যায় [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
  20. ‘ময়নামতি চর’ কাব্যটির রচয়িতা কে →বন্দে আলি মিয়া [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
  21. ‘পদ্মা নদীর মাঝি’ কি ধরনের রচনা → উপন্যাস [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
  22. ‘লালসালু’ উপন্যাসের লেখক কে → সৈয়াদ ওয়ালীউল্লাহ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৩]
  23. ‘মরণ রে তুঁ হু মম শ্যাম সমান । লাইনটির রচয়িতা কে →রবীন্দ্রনাথ ঠাকুর [শিক্ষক-২০১৩]
  24. ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ নাটকটির রচয়িতা কে →সেলিম আল দীন [সহকারী শিক্ষক-২০১৩]
  25. বিদ্রোহী বালিকা বধু ‘জমিলা কোন উপন্যাসের চরিত্র → লালসালু [প্রাক প্রাথমিক ২০১৪]
  26. ‘বিষাদ সিন্ধু’ উপন্যাসের নায়ক → ইমাম হোসেন [প্রাক প্রাথমিক ২০১৪]
  27. জহির রায়হানের ‘অরেক ফাগøুন ’উপন্যাসটির পটভূমি হলো → একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন
  28. কোনটি কবি ভারত চন্দ্রের উপাধি → রায় গুনাকর [প্রাক প্রাথমিক ২০১৪]
  29. জসীম উদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী  কাব্য কোনটি → নকশী কাঁথার মাঠ [প্রাক প্রাথমিক ২০১৪]
  30. ‘অপরাজিত’ উপন্যাসের লেখক →বিভূতিভূষণ বন্দোপাধ্যায় [প্রাক প্রাথমিক ২০১৪]
  31. ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের লেখক কে → শওকত ওসমান [প্রাক প্রাথমিক ২০১৪]
  32. ঐতিহাসিক নাটক কোনটি → নূরজাহান [প্রাক প্রাথমিক ২০১৪]
  33. বাংলা ভষার রচিত প্রথম নাটক কোনটি → ভদ্রার্জুন (২০১৪)
  34. নানান দেশের ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা; পঙক্তিটির রচয়িতা কে → রামনিধি গুপ্ত
  35. ‘অর্পণ’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা → বিসর্জন [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
  36. ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে → রশীদ করিম [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৫]
  37. বাংলা সাহিত্যে কাকে  ‘ছন্দের জাদুকর ’ বলা হয় → সত্যেন্দ্রনাথ দত্ত [প্রাথমিক সহকারী-২০১৮]
  38. ‘চাষাভুষার কাব্য’ কার সাহিত্যকর্ম → নির্মলেন্দু গুণ [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
  39. ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রুপ খুঁজিতে যাইনা আর কার লেখা → জীবনানন্দ দাস
  40. ‘এই বিশ^কে এ শিশুর বাস যোগ্য করে যাব আমি পঙক্তিটির রচয়িতা কে → সুকান্ত ভট্টাচার্য
  41. ‘অনীল বাগচির একদিন’ উপন্যাসটির রচয়িতা কে → হুমায়ুন আহমেদ [প্রাথমিক শিক্ষক-২০১৮]
  42. ‘দিবারাত্রির কাব্য ’কার লেখা → মানিক বন্দোপাধ্যায় [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮]
  43. কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম কি →দরিরামপুর

বাংলা সাহিত্য: বিসিএস কবি সাহিত্যিক প্রশ্ন এক কথায় উত্তর 

  1. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কী→ চর্যাপদ [৩৫তম বিসিএস]
  2. প্রথম বাংলা হরফ কে তৈরি করেন → পঞ্চানন কর্মকার [ চবি ১৫-১৬]
  3. বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে → ১৮০১ সালে [ঢাবি ৬-৭]
  4. বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত থেকে কত → ৬৫০-১২০০/৯৫০-১২০০ [২৪তম বিসিএস]
  5. লাঙ্গল পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় → ১৯২৫ সালে [ জাবি ১১-১২]
  6. একুশের প্রথম কবিতা কে লিখেছেন → মাহবুবুল আলম চৌধুরী [ চবি ১৪-১৫]
  7. একুশের প্রথম সংকলনের সম্পাদক কে → হাসান হাফিজুর রহমান [চবি ১৩-১৪]
  8. বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য কে রচনা করেন → মাইকেল মধুসূদন দত্ত [চবি ১১-১২]
  9. বাংলা মুদ্রণযন্ত্র প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয় → কলকাতায় [চবি ১২-১৩]
  10. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান → ১৯১৩ সালে [রাবি ১১-১২]
  11. কোন কবি নিজেকে বাঙালি বলে দাবি করেছেন → ভুসুকু পা [৩৫তম বিসিএস]
  12. বাংলাদেশ সরকার ‘বাংলা ভাষা প্রচলন আইন’ পাস করে → ১৯৮৭ সালে [রাবি ১৪-১৫]
  13. চর্যাপদে মোট কতটি পদ আছে → ৫১ টি [ রাবি ১৬-১৭]
  14. চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে → ১৯০৭ সালে [চবি ১৪-১৫]
  15. চর্যাপদ কোন ছন্দে রচিত →মাত্রাবৃত্ত [৩৩তম বিসিএস]
  16. আমার সোনার বাংলা গানটি কত সালে রচিত হয় → ১৯০৫ [চবি ১৪-১৫]
  17. কবি দৌলত কাজী কোন শতকের কবি → সপ্তদশ শতকের [চবি ০৩-০৪]
  18. বাংলা ভাষার প্রথম মৌলিক সামাজিক নাটক → কুলীনকুল সর্বস্ব [চবি ১১-১২]
  19. ‘চর্যাচর্যবিনিশ্চয়’ এর অর্থ → কোনটি আচরণীয়, আর কোনটি নয় [৩৭তম বিসিএস]
  20. মুসলিম সাহিত্যিক রচিত প্রথম বাংলা সাহিত্য কর্ম → ইউসুফ জুলেখা [চবি, ঙ ২-৩]
  21. কবি গানের প্রথম কবি কে → গোঁজলা গুঁই [কাজইবি ১৩-১৪]
  22. প্রথম বাংলা ব্যাকরণের নাম কী → গৌড়ীয় ব্যাকরণ [কাজইবি ১৩-১৪]
  23. বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি → মাইকেল মধুসূদন দত্ত [ কানইবি ১৩-১৪]
  24. প্রথম বাংলা সাময়িক পত্র কোনটি → দিকদর্শন [ ইবি ১৫-১৬]
  25. ভারতচন্দ্র রায় গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন → ১৭৬০ সালে [ ৩৬তম বিসিএস]
  26. বাংলা গদ্যের লেখা শুরু হয় কত সালে → ১৮০১ সালে [ইবি ১৩-১৪]
  27. মঙ্গল কাব্যের কবি নন → দাশু রায় [৩৫তম বিসিএস]
  28. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র → মনসা মঙ্গল [২৩তম বিসিএস]
  29. ভারতচন্দ্র রায় গুণাকর কোন রাজ সভার কবি → কৃষ্ণনগর রাজসভার [২৬তম বিসিএস]
  30. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ কে এই প্রার্থনা করেছে → ঈশ্বরী পাটনী [২৩তম বিসিএস]
  31. প্রথম বাঙালি মুসলিম কবি → শাহ মুহাম্মদ সগীর [ ইবি ১৫-১৬]
  32. বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক → কৃষ্ণকুমারী [ হাবিপ্রবি ১৫-১৬]
  33. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি → চন্দ্রাবতী [হাবিপ্রবি ১৩-১৪]
  34. প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন → চন্দ্রাবতী [শাবিপ্রবি ৯-১০]
  35. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক → স্বর্ণকুমারী দেবী [ নোবিপ্রবি ০৯-১০]
  36. বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক → প্যারীচাঁদ মিত্র [ রাবি ১৪-১৫]
  37. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস → আলালের ঘরের দুলাল [ রাবি ১৩-১৪]
  38. বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক → প্রমথ চৌধুরী [ জাবি ১৬-১৭]
  39. রাজা রামমোহন রায় প্রণীত বাংলা ব্যাকরণের নাম → গৌড়ীয় ব্যাকরণ [জবি ১১-১২]
  40. কাজী নজরুল ইসলাম একুশে পদক পেয়েছেন → ১৯৭৬ সালে [বশেমুরবি ১৪-১৫]
  41. কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় → ১৯২১ সালে [হাবিপ্রবি ১৩-১৪]
  42. শিক্ষা আন্দোলন কত সালে হয় → ১৯৬২ সালে [হাবিপ্রবি ১৩-১৪]
  43. কত সালে নজরুল ইসলামকে নাগরিকত্ব দেওয়া হয় → ১৯৭৬ সালে [ঢাবি ০৮-০৯]
  44. পদ্মানদীর মাঝি উপন্যাসের রচনা কাল → ১৯৩৬ সালে [রাবি, ৬-৭৮, চবি ১১-১২]
  45. হরপ্রসাদ শাস্ত্রীর জন্ম সাল কত → ১৮৫৩ [জবি ১১-১২]
  46. সূর্য দীঘল বাড়ী উপন্যাসের রচয়িতা → আবু ইসহাক [চবি ১৫-১৬]
  47. ‘কথায় না বড় হয়ে কাজে বড় হবে’ চরণটির রচয়িতা → কুসুম কুমারী দাস [চবি ১৩-১৪]
  48. একাত্তরের দিনগুলি এর রচয়িতা কে → জাহানারা ইমাম [চবি ১৩-১৪]
  49. ‘আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি’ চরণ দুটির রচয়িতা → সত্যেন্দ্রনাথ দত্ত [চবি ১২]
  50. ‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন’ উক্তিটি কার → বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় [চবি ১২]
  51. ‘আমার — ফেব্রুয়ারি, আমি-পারি’ চরণটির রচয়িতা কে → আবদুল গফফার চৈৗধুরী [চবি ১১-১২]
  52. ‘একাত্তরের ডায়েরী’ কার রচনা → সুফিয়া কামাল [চবি ৯-১০]
  53. ‘শুন্যপুরাণ,’ রচনা করেছেন → রামাই পন্ডিত [৩২তম বিসিএস]
  54. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়ায়ি কী ধরনের চরিত্র → রাধাকৃষ্ণের প্রেমর দূতী [২৮তম বিসিএস]
  55. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ এর রচয়িতা → ভারতচন্দ্র রায় [জবি ১৩-১৪]
  56. মহাকবি নন → রবীন্দ্রনাথ ঠাকুর [জবি ১৩-১৪]
  57. বাল্মীকি রচিত গ্রন্থের নাম → রামায়ণ [রাবি ১৩-১৪]
  58. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা → বড়– চন্ডীদাস [২৯তম বিসিএস]
  59. বাংলায় প্রথম মৌলিক নাটক রচনা করেন → রামনারায়ণ তর্করত্ম [ হাবিপ্রবি ১৬-১৭]
  60. ‘পরাগলী মহাভারত’ খ্যাত গ্রন্থের অনুবাদক কে → কবীন্দ্র পরমেশ্বর [৩১তম বিসিএস]
  61. ‘বীরবল’ কোন লেখকের ছদ্ম নাম → প্রমথ চৌধুরী [৩৮তম বিসিএস]
  62. মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ, একটি → নাটক [৩৮তম বিসিএস]
  63. ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে → সঞ্জয় ভট্টাচার্য [৩৮তম বিসিএস]
  64. ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন → রাম রাম বসু [৩৮তম বিসিএস]
  65. কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রকাশিত হয় → ১৮৬১ [৩৮তম বিসিএস]
  66. ‘সন্ধ্যাভাষা’ কোন সাহিত্য কর্মের সাথে যুক্ত → চর্যাপদ [৩৮তম বিসিএস]
  67. দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন → চট্টগ্রাম [৩৮তম বিসিএস]
  68. ‘চন্দ্রাবতী’ কী → পালাগান [৩৮তম বিসিএস]
  69. ‘বিদ্যাপতি’ কোন রাজ সভার কবি ছিলেন → মিথিলার [৩৮তম বিসিএস]
  70. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচূর’ কোন ধরনের রচনা → প্রবন্ধ [৩৮তম বিসিএস]
  71. কোনটি জসিমউদ্দীনের রচনা → ঠাকুরবাড়ির আঙিনা [৩৮তম বিসিএস]
  72. ‘আসাদের শার্ট’ কবিতাটির লেখক কে → শামসুর রাহমান [৩৭তম বিসিএস]
  73. রবীন্দ্রনাথের ‘গীতাঞ্জলি’ কাব্য কত সালে প্রকাশিত হয় → ১৯১০ [৩৭তম বিসিএস]
  74. বাংলাদেশের ‘গ্রাম থিয়েটারের’ প্রবর্তক কে → সেলিম আল দীন [৩৭তম বিসিএস]
  75. ‘মহাশ্মশান’ কাব্যের পটভূমি কী → পানিপথের তৃতীয় যুদ্ধ [৩৭তম বিসিএস]
  76. ‘প্রদীপ নিবিয়া গেল’ কোন উপন্যাসের উক্তি → কপালকুন্ডলা [৩৭তম বিসিএস]
  77. ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।’ কার উক্তি → মীর মশাররফ হোসেনের [৩৭ বিসিএস]
  78. ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে → হুমায়ুন আজাদ [৩৭তম বিসিএস]
  79. ‘কল্লোল’ পত্রিকার সম্পাদকের নাম কী → দীনেশরঞ্জন দাশ [৩৭তম বিসিএস]
  80. মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক → পায়ের আওয়াজ পাওয়া যায় [৩৬তম বিসিএস]
  81. বেদের মেয়ে → জসিমউদদীনের নাটক [৩৬তম বিসিএস]
  82. ‘বিষাদসিন্ধু’’ একটি → ইতিহাস আশ্রয়ী উপন্যাস [৩৬তম বিসিএস]
  83. ‘তোহফা’ কাব্যটি রচনা করেন → আলাওল [৩৬তম বিসিএস]
  84. এন্টনি ফিরিঙ্গি কোন ধরনের সাহিত্যের রচয়িতা → কবিগান [৩৬তম বিসিএস]
  85. ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির প্রণেতা → রাম রাম বসু [৩৬তম বিসিএস]
  86. ‘কুহেলিকা’ কাজী নজরুল ইসলামের → উপন্যাস [৩৬তম বিসিএস]
  87. বীরাঙ্গনা → মাইকেল মধুসূদনের পত্রকাব্য [৩৬তম বিসিএস]
  88. সবচেয়ে বেশি চর্যাপদ রচনা করেন→ কাহ্নপা [৩৫তম বিসিএস]
  89. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি → দোহাকোষ [৩৫তম বিসিএস]
  90. ‘হপ্ত পয়কর’ কার রচনা → আলাওল [৩৫তম বিসিএস]
  91. ‘সমাচার দর্পন’ পত্রিকার সম্পাদক ছিলেন → জন ক্লার্ক মার্শম্যান [৩৫তম বিসিএস]
  92. ‘তেল নুন লাকড়ি’ কার রচনা → প্রমথ চৌধুরী [৩৫তম বিসিএস]
  93. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক → কৃষ্ণকুমারী [৩৫তম বিসিএস]
  94. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচনা → শেখ মুজিবুর রহমান [৩৫তম বিসিএস]
  95. ‘কপালকুন্ডলা’ কোন ধরনের রচনা → রোমান্সমূলক উপন্যাস [৩৫তম বিসিএস]
  96. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে → তারেক মাসুদ [৩৫তম বিসিএস]
  97. ‘হুলিয়া’ কবিতাটি কার রনা → কবি নির্মলেন্দু গুণ [৩৫তম বিসিএস]
  98. নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কী → নীলকরদের অত্যাচার [৩৪তম বিসিএস]
  99. ‘ঘরে বাইরে’ উপন্যাসটি কার → রবীন্দ্রনাথ ঠাকুর [৩৪তম বিসিএস]
  100. সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধগ্রন্থ → পঞ্চতন্ত্র [৩৪তম বিসিএস]
  101. ‘ভানুসিংহ ঠাকুর’ কার ছদ্ম নাম → রবীন্দ্রনাথ ঠাকুর [৩৪তম বিসিএস]
  102. ‘দেয়াল’ রচনাটি কার রচনা → হুমায়ুন আহমেদের [৩৪তম বিসিএস]
  103. পালামৌ ভ্রমনকাহিনী রচনাটি কার রচনা → সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় [৩৩তম বিসিএস]
  104. ‘দিবারাত্রির কাব্য’ উপন্যাসটি কার → মানিক বন্দ্যোপাধ্যায় [৩৩তম বিসিএস]
  105. একাত্তরের দিনগুলি → মুক্তিযুদ্ধ নির্ভর রচনা [৩৩তম বিসিএস]
  • বিসিএস কবি সাহিত্যিক প্রশ্ন এক কথায় উত্তর পেইজটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।
  • বিসিএস কবি সাহিত্যিক প্রশ্ন এক কথায় উত্তর আবার দেখার জন্য নিজের টাইম লাইনে রেখে দিন।

বিসিএস কবি সাহিত্যিক প্রশ্ন এক কথায় উত্তর পিডিএফ পেতে আমাদেরকে Mail করুণ Commend এর মাধ্যমে। ১ ঘন্টার মধ্যে আমরা pdf file আপনাকে পাঠিয়ে দিব।

বিসিএস কবি সাহিত্যিক প্রশ্ন এক কথায় উত্তর।

Spread the love
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments