Online Exam-বাংলাদেশ সংবিধান

BCS, Bank, Ntrca, প্রাইমারি, বিশ্ববিদ্যালয়, মন্ত্রণালয়সহ সকল প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য।

সূত্রঃ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

1. বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন ?

 
 
 
 

2. রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতিই সংবিধান।’ উক্তিটি কার ?

 
 
 
 

3. বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয় ?

 
 
 
 

4. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান দিবস কত তারিখে ?

 
 
 
 

5. বাংলাদেশের সংবিধান রচনার একমাত্র মহিলা সদস্য ?

 
 
 
 

6. বাংলাদেশ একটি –

 
 
 
 

7. মানুষের ব্যক্তি স্বধীনতা নিরাপত্তার অধিকার কোন ধরনের অধিকার বলা হয় ?

 
 
 
 

8. কোন অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকার উল্লেখ আছে ?

 
 
 
 

9. যদ্ধপরাধীদের বিচারসংক্রান্ত অনুচ্ছেদটি হলো-

 
 
 
 

10. সংবিধানে যে এক কক্ষবিশিষ্ট আইনসভার ব্যবস্থা আছে,তার নাম কী ?

 
 
 
 

11. সংসদে সবসময় থাকবে –

 
 
 
 

12. সংসদদের প্রধান কাজ কী ?

 
 
 
 

13. জাতীয় সংসদে কত দিন অনুপস্থিত থাকলে তার সদস্য পদ বাতিল করার বিধান সংবিধানে রয়েছে ?

 
 
 
 

14. বাংলাদেশে জাতীয় সংসদের সভাপতি কে ?

 
 
 
 

15. সংসদে ‘ক্যাস্টিং ভোট’ কী ?

 
 
 
 

16. Ordinance-এর বাংলা কী ?

 
 
 
 

17. কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত ?

 
 
 
 

18. যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুচ্ছেদ কয়টি ?

 
 
 
 

19. সংবিধানের কত নং অনুচ্ছে নির্বাচন কমিশনের কথা বলা আছে ?

 
 
 
 

20. বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যা দনাকারী কে ?

 
 
 
 

21. নির্বাচন কমিশনের মেয়াদকাল কত ?

 
 
 
 

22. সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে ?

 
 
 
 

23. বাংলাদেশ সংবিধানে ১৩৭ নং ধারায় প্রতিষ্ঠিত সংস্থা কোনটি ?

 
 
 
 

24. কোন ঘটনায় মৌলিক অধিকার রহিত হয় ?

 
 
 
 

25. চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে ?

 
 
 
 

Online Exam-বাংলাদেশ সংবিধান সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবে ভিজিট করুন। Online Exam-বাংলাদেশ সংবিধান পেজটি সাথে রাখতে এখনেই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [260.74 KB]

See All Posts

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *