Friday, March 29, 2024
HomeBCSEnglish Language and LiteratureNoun Basic English Grammar

Noun Basic English Grammar

The Classification of Nouns


Noun:

যে Word বা শব্দ দ্বারা কোন ব্যক্তি প্রাণী, বস্তু, পদার্থ, স্থান বা গুণের নাম বুঝায় তাকে Noun (বিশেষ্য) বলে।অর্থাৎ কোন কিছুর নামকেই Noun (বিশেষ্য) বলে।[Noun is a naming word]

For Example:

  • Name of human: Jamil, Kabir, Hasan, Tisha
  • Name of object: Book, Pen, Computer, Mobile
  • Name of place: Patgram, Rangpur, Dhaka, Bangladesh
  • Name of action: Purification, Justification, Hesitation

নিচের Sentence গুলোতে Noun (বিশেষ্য) এর ব্যবহার দেখানো হলোঃ

  • Sayeed reads the Holy Quran. (সাঈদ কোরআন পড়ে)
  • The cow is a useful animal. (গরু উপকারী প্রাণী)
  • Dhaka is a big city. (ঢাকা বড় শহর)
  • Gold is a precious metal. (স্বর্ণ মূল্যবান ধাতু)
  • Honesty is the best policy. (সততা সর্বোৎকৃষ্ট পন্থা)

উপরিউক্ত Sentence গুলোতে Sayeed একজন ব্যক্তি, Cow একটি প্রাণীর নাম, Dhaka একটি স্থানের নাম, Gold একটি বস্তুর নাম, Honesty একটি গুণের নাম। তাই এই  Word গুলোর প্রত্যেকটি হচ্ছে এক একটি Noun (বিশেষ্য).


Classification of Noun:

Noun Basic English Grammar: দুটি দৃষ্টিকোণ থেকে Noun কে শ্রেণী বিভাগ করা যায়।

  1. Noun যেসব জিনিসের নাম প্রকাশ করে ঐসব জিনিসের অবস্থা বিচারে শ্রেণী বিভাগ।
  2. Noun যেসব জিনিসের নাম প্রকাশ করে ঐসব জিনিসের গণনযোগ্যতা বিচারে শ্রেণী বিভাগ।

প্রথম দৃষ্টিকোণ থেকে Noun কে দুই ভাগে ভাগ করা যায়।

  1. Concert Noun (বস্তুবাচক বিশেষ্য)
  2. Abstract Noun (গুণবাচক বিশেষ্য)

Concert Noun কে আবার ৪ ভাগে ভাগ করা যায়।

  1. Proper noun. (নামবাচক বিশেষ্য)
  2. Common noun. (জাতিবাচক বিশেষ্য)
  3. Collective noun. (সমষ্টিবাচক বিশেষ্য)
  4. Material noun. (বস্তুবাচক বিশেষ্য)

দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে Noun (বিশেষ্য) কে দুই ভাগে ভাগ করা যায়।

  1. Countable noun
  2. Uncountable noun

Concert Noun (বস্তুবাচক বিশেষ্য):

যে Noun এর বাহ্যিক বা দৈহিক অবস্থান আছে, যা দেখা যায় কিংবা স্পর্শ করা যায়, যার ওজন আছে, আয়তন আছে এবং স্থান দখল করে তাকে Concert Noun (বস্তুবাচক বিশেষ্য) বলে।

Rumana, Gold, Cow, Rangpur, Boy, Table, Sun শব্দগুলো Concert Noun (বস্তুবাচক বিশেষ্য)। কারণ এগুলোর বাহ্যিক অবস্থান আছে আর এগুলোকে দেখা যায় স্পর্শ করা যায় তাই এগুলোকে Concert Noun বা (বস্তুবাচক বিশেষ্য) বলে।


Proper noun. (নামবাচক বিশেষ্য):

Noun Basic English Grammar: যে noun দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা স্থানের নাম বুঝায়, তাকে Proper noun. (নামবাচক বিশেষ্য) বলে। A proper noun is the name of some particular person or place.-Wren and Martin.

Proper noun particular (নির্দিষ্ট) হওয়া খুবেই গুরুত্বপূর্ণ। কারণ Uncle শব্দটি দ্বারা ব্যক্তিকে বুঝালেও এটি কিন্তু Proper noun (নামবাচক বিশেষ্য) নয়।একজন মানুষের অনেক Uncle থাকতে পারে।অন্যদিকে Kazi Nazrul Islam একটি Proper noun. এটি দ্বারা আমরা শুধু জাতীয় কবিকেই বুঝি।

  • Person: Susmita, Rahima, Kamal, Afsana, Rofiq, Salam
  • Things: Quran, Titanic, Sun, Friday, Moon
  • Place: Bangladesh, Khulna, Dhaka, India

Some Important Notes:

  • Note-1. Proper Noun কোন নির্দিষ্ট বা বিশেষ ব্যক্তি, বস্তু, স্থান, বা অন্য কিছুর নাম।
  • Note-2. Proper Noun এর প্রথম অক্ষর সবসময় Capital Letter হয়। যদি কখন Proper Noun হিসেবে ব্যবহার না হয় তখন ‍Small Letter হয়।
  • Note-3. Earth, Sun, Moon-কেবল একটি বলে অনেকে এগুলোকে Singular Noun বলে থাকেন। এদের আগে The বসে এবং এদের নামের প্রথমে Capital Letter না ব্যবহার করলেও চলে।
  • Note-4. Proper Noun এর পূর্বে সাধারণত কোন Article বসে না।
  • Note-5. Proper Noun দ্বারা তুলনা বুঝাতে Proper Noun যখন Common noun হিসেবে বসে তখন তার পূর্বে Article বসে।
  • Note-6. সাগর, উপসাগর, মহাসাগর, নদী-নালা, দ্বীপপুঞ্জ, মহাকাশ, ধর্মগ্রন্থ, সংবাদপত্র প্রভৃতি Proper Noun হলেও এগুলোর পূর্বে Article বসে।
  • Note-7. God ও lord দ্বারা আল্লাহকে বোঝালে এদের প্রথম অক্ষর Capital Letter হয়। কিন্তু God ও lord দ্বারা আল্লাহকে না বোঝালে এগুলো Proper Noun হয় না।

Common noun. (জাতিবাচক বিশেষ্য):

যে Noun দ্বারা কোন বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সমশ্রেণি বা একজাতীয় সকল ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাকে Common noun (জাতিবাচক বিশেষ্য) বলে। A common noun is one which is common to each number of a class of persons or things.

  • Nazrul is a great poet.
  • He is a student.
  • The rose is a nice flower.
  • She is a beautiful lady.

উপরিউক্ত Sentence গুলোতে poet, student, flower, lady এর কোনটিই কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম প্রকাশ করেনি বরং ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম প্রকাশ করেছে।যেমনঃ poet দ্বারা সকল কবিকে বোঝানো হয়েছে। student সকল ছাত্র-ছাত্রীর সাধারণ নাম বোঝানো হয়েছে। flower দিয়ে সকল ফুলকে বোঝানো হয়েছে আর lady দিয়ে সকল মহিলাকে বোঝানো হয়েছে। তাই এরা প্রত্যেকটি Common noun.

Noun Basic English Grammar:

Common noun    vs       Proper noun

  • Girl—————– Rohima
  • Poet—————-  Kazi Nazrul Islam
  • Flower————- Rose
  • Planet————– Earth, Mars, Jupiter
  • Dress————— Shirt, Trouser, Panjabi
  • River————— Padma, Meghna, Jamuna

Common noun যদিও সাধারণ নাম বোঝায় তবুও এটি স্বাভাবিকভাবে Singular Noun বা একবচন হয়ে থাকে। যেমনঃ River দ্বারা সব নদী বোঝালেও River দ্বারা অনেকগুলো বা সব নদীকে নির্দেশ নাও করা হতে পারে।

The Padma is a river.

এখানে River বলতে একটি মাত্র নদীকে বোঝাচ্ছে। River যখন বলি তখন শুধু পদ্মা কেন যে কোন নদীকেই বোঝাতে পারি। কারণ River হলো এক জাতীয় জিনিসের সাধারণ নাম, তথাপি উপরের বাক্য একটি মাত্র নদী পদ্মাকেই বোঝানো হয়েছে।এখানেই Collective noun এর সাথে Common noun এর পার্থক্য।


Collective noun. (সমষ্টিবাচক বিশেষ্য):

যে Noun দ্বারা একই ব্যক্তি, বস্তু বা প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে সবাইকে বোঝায় তাকে Collective noun (সমষ্টিবাচক বিশেষ্য) বলে।

  • Our team has won the game. (আমাদের দল খেলায় জিতেছে)
  • Osman joined the army. (ওসমান সামরিক বাহিনীতে যোগ দিয়েছে)
  • He is the first boy in the class. (সে শ্রেণিতে প্রথম বালক)
  • The committee has come to a decision.

উপরের Sentence গুলোতে team বলতে কয়েকজন খেলোয়ার নিয়ে একটি দল এবং সকলকে সমষ্টিগত ভাবে বুঝিয়েছে।সেরকম army, committee এবং class দিয়ে কোন বিশেষ ব্যক্তিকে না বুঝিয়ে দলগত ভাবে সবাইকে বুঝিয়েছে। তাই এগুলো Collective noun.

Some Collective noun.

  • Flock ঝাক
  • Band দল
  • Cavalry অশ্বারোহী
  • Herd পাল
  • Jury বিচারক
  • Crowd জনতা
  • Gang  দল
  • Party দল
  • Infantry পদাতিক
  • Fleet রণতরী
  • Navy নৌ সেনাদল
  • Audience শ্রোতা
  • Group দল
  • Cattle বাছুর
  • Troop সেনাদল
  • Library গ্রন্থশালা
  • Swarm মৌমাছির ঝাঁক
  • Elite অভিজাত শ্রেণি
  • Mass জনসাধারণ
  • Gentry ভদ্রমণ্ডলী
  • Bunch of flower ফলের তোড়া
  • Bundle of stick লাঠির গোছা
  • Stack গাদা
  • Pile of wood কাঠের স্তুপ
  • Pack কুকুরের পাল
  • Shower of rain একপশলা বৃষ্টি

Rule-1. Collective noun যদি কোন Sentence এর Subject রূপে ব্যবহৃত হয় তাহলে ঐ Subject এর Verb টি Singular হবে এবং Verb টির শেষে s/es যুক্ত হবে।

Noun Basic English Grammar: যেমনঃ

  • A flock of birds is flying. (এখানে are  না হয়ে is হয়েছে)
  • A band of bobbers has come here.
  • A team of players goes.

Rule-2. Collective noun যদি কখন সমষ্টি না বুঝিয়ে পৃথক পৃথক প্রতিটি বস্তুকে বুঝায় তাহলে তাকে Noun of multitude বলে। এরূপ Noun এর ক্ষেত্রে Plural Verb  ব্যবহৃত হয়।

Material noun.  (বস্তুবাচক বিশেষ্য)

যে Noun দ্বারা কোন বস্তু, উপাদান বা উপকরণের নাম বুঝায় তাকে Material noun বলে।গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়।A material Noun is a name which indicates a matter or substance as a mass and does not indicate any part or number of it.

  • The ring is made of gold. (আংটিটি স্বর্ণের তৈরি)
  • Please give me a glass of water. (দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন)
  • He likes to drink milk. (সে দুধ পান করতে পছন্দ করে)

Material noun কখন Plural হয় না এবং এদের আগে সাধারণত Article বসে না। যেমনঃ

  •  Goal is a very precious metal.
  • The book is made of white paper.

তবে নির্দিষ্ট স্থানের কোন বস্তু বুঝালে তার পূর্বে The বসে। সেক্ষেত্রে Material noun কে Common Noun হিসাবে ধরা হয়। যেমনঃ

  • The rice of Dinajpur is better than of Dhaka.
  • The car of Japan is of good quality.
  • The water of Bay Of Bangla is salty.

Abstract Noun (গুণবাচক বিশেষ্য):

যে Noun  কোন ব্যক্তি বা বস্তুর গুণকে নির্দেশ করে, যার কোন বাহ্যিক অস্তিত্ব নাই, যাকে ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বোঝা যায় না কিন্থ শুধু কল্পনা করা যায় তাকে Abstract Noun (গুণবাচক বিশেষ্য) বলে।

  • Honesty is the best policy. (সততা সর্বোৎকৃষ্ট পন্থা)
  • Kindness is a great virtue. (দয়া একটি মহৎ গুণ)

এখানে Honesty ও Kindnes দ্বারা গুণ প্রকাশ পেয়েছে।এগুলোর বাহ্যিক অস্তিত্ব নাই, ছোঁয়া যায় না, শুধু কল্পনা করা যায় তাই এগুলো Abstract Noun.

Formation of Abstract Noun:

Common     থেকে   Abstract Noun

  • Student       Studentship
  • Mother       Motherhood
  • Friend        Friendship
  • Man         Manhood
  • Agent        Agency
  • Father        Fatherhood
  • Boy         Boyhood
  • Hero         Heroism
  • Thief         Theft
  • Slave        Slavery
  • Girl          Girlhood
  • Child         Childhood

Adjective     থেকে      Abstract Noun

  • Poor                        Poverty
  • Stupid                    Stupidity
  • Beautiful               Beauty
  • Deep                       Depth
  • Fat                          Fatness
  • Long                       Length
  • Long                       Height
  • Young                    Youth
  • Clever                    Cleverness

Verb         থেকে          Abstract Noun

  • Advise                    Advice
  • Believe                   Belief
  • Give                        Gift
  • Laugh                    Laughter
  • Live                        Life
  • Practise                  Practice
  • Think                     Thought
  • See                          Sight
  • Arrive                     Arrival
  • Know                     Knowledge
  • Educate                 Education
  • Govern                   Government
  • Hate                       Hatred
  • Choose                  Choice
  • Obey                      Obedience
  • Discuss                   Discussion

Countable & Uncountable Noun:
কিছু কিছু Noun আছে যা গণনা করা যায়, আবার কিছু কিছু গণনা করা যায় না, এদিক থেকে বিচার করে Noun কে আবার দুভাগে ভাগ করা হয়েছে।

  1. Countable Noun
  2. Uncountable Noun

Countable Noun: যে সব Noun কে গণনা করা যায় তাকে Countable Noun বলে।

  • Some student are playing. (কতগুলো বালক খেলছে)
  • I need two pens. (আমার দুটি কলম দরকার)
  • A farmer is working in the field. (একজন কৃষক মাঠে কাজ করছে)

উপরের Sentence গুলোতে Students, Pens, Farmer  এদের প্রত্যেককেই সংখ্যায় যত হোক না কেন গণনা করা যায়। তাই এগুলো Countable Noun. Countable Noun এর ‍Singular ও Plural হয়ে থাকে।

Uncountable Noun: যে সব Noun কে গণনা করা যায় না শুধু অন্য কোন উপায়ে পরিমাপ করা গেলেও যেতে পারে তাকে Uncountable Noun বলে।

  • I like to drink coffee. (আমি কফি খেতে পছন্দ করি)
  • Water has no color. (পানির কোন রং নেই)
  • Petrol catches fire easily. (পেট্রোল সহজে আগুন ধরে)

Some Uncountable Noun: Mice, Sugar, Paper, Earth, Oxygen, Hydrogen, Smoke, Milk, Oil, Bangla, English, Love, Kindness, Honesty, Sympathy, Hope, Cruelty, Forgiveness, Fever, Malaria, Cholera, Cancer, Gastric, Dysentery, Heat, Darkness, Weather, Chemistry, Biology, Mathematics, Salt, Sand, Bean, Knowledge, Advice, Brevity, Tension, Information, Perseverance. Noun Basic English Grammar.

 

Spread the love
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments